শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাকিস্তানিসহ মুদ্রা পাচার চক্রের ছয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে এক কোটি ভারতীয় জাল রুপিসহ আন্তর্জাতিক মুদ্রা ও মানব পাচারকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলেন— আবদুল্লাহ ওরফে সেলিম, জাহাঙ্গীর, আবদুল খালেক, কামরুল ইসলাম, আবু সুফিয়ান ও মামুনুর রশিদ। এদের মধ্যে আবদুল্লাহ পাকিস্তানি নাগরিক। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপি ছাড়াও তাদের কাছ থেকে ৭টি বিমানবন্দর ভিজিটরস কার্ড, ৭টি বাংলাদেশি ও ২১টি পাকিস্তানি পাসপোর্ট উদ্ধার করা হয়। জাল মুদ্রা ছাড়াও রয়েছে ১০০ সৌদি রিয়াল, ৪৩ হাজার ১৯০ পাকিস্তানি রুপি, ৯ হাজার ১২৫ ইউএস ডলার, ১৩ হাজার ৬২৭ ইউএ দিরহাম, ৬ লাখ ২৩ হাজার ৫০০ টাকা এবং দেশের বাইরে গমনাগমনের জন্য বিভিন্ন ধরনের সিল, পুলিশ ক্লিয়ারেন্স, ট্রাভেল পারমিট ফরম ও সিল তৈরির সরঞ্জাম। র‌্যাব সদর দফতরে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, জাল রুপিগুলো পাকিস্তানে সূক্ষ্মভাবে তৈরি করা হয়। আবদুল্লাহ ভারতীয় জাল মুদ্রা পাচারকারী চক্রের অন্যতম হোতা। বাংলাদেশেও কিছু চক্র আছে, যারা এর সঙ্গে জড়িত। এদের মধ্যে আবদুল্লাহ, জাহাঙ্গীর ও খালেক প্রধান সমন্বয়ক। র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে দাউদ ইব্রাহিমের অনুসারী চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন— আসলাম সুরিয়া, আরিফ, জাবেদ ও হানিফ। তারা পাকিস্তানে অবৈধভাবে বসবাসকারীদের ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের লাগেজ ও ক্রোকারিজ আইটেমের মধ্যে ভারতীয় জাল মুদ্রা বাংলাদেশে পাঠানো হয়। মুফতি মাহমুদ জানান, বিমানবন্দরের একটি চক্র যাত্রীদের ভারতীয় জাল মুদ্রাসহ ইমিগ্রেশন এবং গ্রিন চ্যানেল অতিক্রম করার কাজে সহায়তা করেন। এদের মধ্যে কামরুল অন্যতম। তিনি জানান, চক্রটি মানব পাচারের সঙ্গেও সম্পৃক্ত। যেসব পাকিস্তানি নাগরিক বাংলাদেশে এসে অবৈধ হয়ে পড়েছে তাদের জাল অনুমতিপত্র তৈরির মাধ্যমে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করার সুযোগ করে দিচ্ছে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর