শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আনতে হবে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আনতে হবে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাচন কমিশন নির্বাচন করে, সরকার করে না। নির্বাচন কমিশন আমাদের কথাও শোনে না। আমার মনে হয় ভালো নির্বাচন হবে। তবে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আনতে হবে। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে গতকাল বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, জাতীয় নির্বাচনের আলোকে পৌর নির্বাচন হবে। বেশির ভাগ দলের প্রধানরাই এমপি- মন্ত্রী। বিষয়টি বিবেচনা করে এমপি-মন্ত্রীদের পৌর নির্বাচনে দলের পক্ষে প্রচার-প্রচারণার সুযোগ দিতে হবে। তিনি বলেন, পাকিস্তান এখন একটি নষ্ট-ভ্রষ্ট দেশে পরিণত হয়ে গেছে। এরা ভালো কিছু কীভাবে বলবে? পাকিস্তান থেকে আমাদের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার তুলে নিতে হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ১৪ জন হত্যার কথা তুলে ধরে সুরঞ্জিত বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের ব্যাপারে এখন জিরো টলারেন্স। তিনি বলেন, দেশের মানুষ অনেক দিন ধানের শীষ দেখে না। ধানের শীষের কথা মানুষ ভুলে গেছে। এবার পৌর নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় জনগণ ধানের শীষ দেখতে পাবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে সে সুযোগ করে দিয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া ও সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর