শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ইসি একটি দলের হয়ে কাজ করছে

নিজস্ব প্রতিবেদক

ইসি একটি দলের হয়ে কাজ করছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আমরা অতীতেও বলেছি, এখনো বলছি—নির্বাচন কমিশন (ইসি) যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে এদেশে কখনো নির্বাচন অর্থবহ হবে না। অতীতেও আমরা দেখেছি, সরকারি নির্দেশে, সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়ে এই নির্বাচন কমিশন একটি দলের স্বার্থ রক্ষা করছে।’ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হোক, যাদের মাধ্যমে এদেশের মানুষ নির্বাচনে তাদের মনের ইচ্ছা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রকাশ করতে পারবে।’ অন্যদিকে নির্বাচন সুষ্ঠু হলে ৮০ ভাগ পৌরসভায় বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে এ সময় দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি। গতকাল সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। পৌর নির্বাচনে বিএনপি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে গয়েশ্বর রায় বলেন, নির্বাচনের ফলাফল কী হবে, সেটা সবাই জানে। কেন সেটা হবে, তা-ও সবাই  বোঝে। এর পরও এই নির্বাচনে মানুষ ভোট দিতে পারলে, নির্বাচন সুষ্ঠু হলে, বিএনপির প্রার্থী শতকরা ৮০ ভাগ পৌরসভায় বিজয়ী হবেন। আর জনগণ ভোট না দিতে পারলে জয়ের সম্ভাবনা শূন্যে নেমে যাবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর