শিরোনাম
সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নিরাপত্তা ঝুঁকিতে পিলখানা হত্যা মামলার বিচারক

তুহিন হাওলাদার

আলোচিত পিলখানা হত্যা মামলার রায় প্রদানকারী বিচারক ড. মো. আখতারুজ্জামান নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। ২০১৩ সালের ৫ নভেম্বর এ মামলার রায় ঘোষণার আগে ও পরে তার নিরাপত্তার জন্য পুলিশের বিশেষ স্কোয়াড ছাড়াও সব প্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। কিন্তু এখন আর সেই নিরাপত্তা ব্যবস্থা আগের মতো বহাল না রাখার ফলে ওই মামলায় ১৫২ আসামির ফাঁসির আদেশ প্রদানকারী বিচারক ড. মো. আখতারুজ্জামান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। আদালত সূত্রে জানা যায়, স্পর্শকাতর এ মামলায় তিনি ১৫২ আসামিকে ফাঁসি ছাড়াও ১৬১ আসামিকে যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে একটি হত্যা মামলায় সবচেয়ে বেশি সংখ্যক আসামির মৃত্যুদণ্ড প্রদানকারী ড. মো. আখতারুজ্জামান সে সময় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকার-৫ নম্বর বিশেষ জজ আদালতে বিচারক হিসেবে তার একজন গানম্যান রয়েছেন। নির্দিষ্ট সময়ের জন্য গানম্যান দায়িত্ব পালন করলেও বিচারকের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য তার বাসভবনে কোনো হাউজ গার্ড নেই। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আলোচিত পিলখানা হত্যা মামলার বিচারকের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলে মনে করেন আদালত সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর