সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেড় শতাধিক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রতিদিন ডেস্ক

 

পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই গতকাল শেষ হয়েছে। বাছাইয়ে দেড় শতাধিক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গত দুই দিন মেয়র-কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। বাতিল করা মনোনয়নপত্রের মধ্যে বিএনপি, বিএনপির বিদ্রোহী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যাই বেশি। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, প্রার্থিতা বাতিলের পরবর্তী তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। ইসির প্রাথমিক তথ্য মতে, ২৩৪ পৌরসভায় মেয়র পদে ১৬৬, সাধারণ কাউন্সিলর পদে ৫৭১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এনিয়ে মোট ৮৯৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে বলে গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে। এর আগে মেয়র পদে ১২২৩, সাধারণ কাউন্সিলর পদে ৯৭৯৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬৬৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। মনোনয়ন বাতিলের বিষয়ে বিভিন্নস্থান থেকে পাঠানো আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য-

গোপালগঞ্জে ২ : গোপালগঞ্জের দুটি পৌরসভা নির্বাচনে গতকাল যাচাই-বাছাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী তৌফিকুল ইসলাম এবং টুঙ্গিপাড়া পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী ফোরকান বিশ্বাসের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। সিলেটে ৬ : সিলেটের তিন পৌরসভায় ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন- গোলাপগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, জাতীয় পার্টির সোহেদ আহমদ ও খেলাফত মজলিসের আমিনুল ইসলাম। কানাইঘাটে মনোনয়ন বাতিল সিরাজুল ইসলাম ও খেলাফত মজলিসের ইসলাম উদ্দিন। জকিগঞ্জে মনোনয়ন বাতিল হয়েছে ফারুক আহমদের। রাজশাহীতে ৩৩ : রাজশাহীতে ১৩ জন মেয়র ও ২০ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল মতিন ও মাসুদ পারভেজ কলিন্স। বাগমারার প্রার্থী শাহিনুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে। পবার কাটাখালী পৌরসভায় মঞ্জুর রহমানের প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে। গতকাল দুর্গাপুর পৌরসভায় তিন মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এরা হলেন বিএনপির বিদ্রোহী সৈয়দ জামাল, জাতীয় পার্টির আজাহার আলী ও ওয়ার্কার্স পার্টির শামিমুল ইসলাম। এ ছাড়া বাগমারার তাহেরপুরে তিন মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এরা হলেন বিএনপির বিদ্রোহী এস এম আরিফুল ইসলাম, যুবদলের সভাপতি আবদুল আলীম ও সামসুন্নাহার। একইদিন পুঠিয়া তিন মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়। এরা হলেন জামায়াত নেতা আহাদ আলী, আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল মালেক ও বিএনপির বিদ্রোহী সাইফুল ইসলাম। বাগেরহাটের ২২ : বাগেরহাট দুটি পৌরসভায় দুই মেয়র, ১২ জন কাউন্সিলর ও ৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। এরা হলেন বাগেরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মীনা হাসিবুল হাসান শিপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোকাম্মেল হোসেন ফকির প্রমুখ।  জামালপুরে ১৪ : জামালপুর সদরে মো. মাহফুজুল হক, মো. শফিউল্লাহ আকন্দ, ওয়াহেদুজ্জামান সুইট, মো. ফরিদ উদ্দিন, কামরুল হাসান ভুট্টু, আলতাব আলী ও আবদুল্লাহ আল মামুন নামে ৭ জন কাউন্সিলর, মোছা. জেসমিন আক্তার নামে একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ইসলামপুরে নারায়ণ চন্দ্র কর্মকার, হারুণ অর রশিদ সরকার, রইছ উদ্দিন আহমেদ জীবন নামে তিনজন কাউন্সিলর, দেওয়ানগঞ্জে মিজানুল হক নামে একজন কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া সরিষাবাড়ি পৌরসভায় রুহুল আমিন সেলিম ও মো. শহিদুল্লাহ নামে দুজন স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। মাদারীপুরে ১৯ : মাদারীপুরের শিবচরে বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর কামাল ও কালকিনি পৌরসভায় ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশে মেয়র প্রার্থী লুৎফর রহমানসহ ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া শিবচরে ৯ কাউন্সিলর প্রার্থীর ও কালকিনিতে ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। কিশোরগঞ্জে ৩ : কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় দুজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন তানভীরুল হক রাহাত ও মো. গোলাম ফাররুক। ভৈরবে স্বতন্ত্র প্রার্থী ইমতিয়াজ আহমেদ কাজলের মনোনয়নও বাতিল করা হয়। সিরাজগঞ্জে ৩ : সিরাজগঞ্জ, উল্লাপাড়া ও বেলকুচি পৌরসভার আওয়ামী লীগ ও বিএনপির তিন বিদ্রোহী মেয়র প্রার্থী সিরাজগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী শামছুজ্জামান আলো, উল্লাপাড়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়সাল কাদির রুমি এবং শাহজাদপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন কারণে উল্লাপাড়ায় সাধারণ কাউন্সিলর পদে ৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে দুজন, শাহজাদপুরে সাধারণ কাউন্সিলর পদে ছয়জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। খাগড়াছড়িতে ৬ : খাগড়াছড়ি পৌরসভায় মেয়র প্রার্থী অ্যাডভোকেট সমারী চাকমা (স্বতন্ত্র), কাউন্সিল প্রার্থী ধুমকেতু মারমা, চিরনজিত ত্রিপুরা, মংচিনু মারমা এবং সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী আয়েশা আক্তার লাকীর মনোনয়নপত্র বাতিল করা হয়। লাকসামে ৪  : লাকসাম পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির মোখলেছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক। এ ছাড়া কাউন্সিলর পদে শামীম আরা এবং হাজেরা আক্তারের মনোনয়নপত্র বাতিল করা হয়। নওগাঁয় ২ : নজিপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আসগর আলী ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলী, নওগাঁ সদর পৌরসভার ১৩ জন সাধারণ কাউন্সিলর, দুজন সংরক্ষিত মহিলা কাউন্সিল ও নজিপুর পৌরসভায় একজন সাধারণ কাউন্সিলর ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মনোনয়নপত্রে ত্র“টি থাকায় সেগুলো বাতিল করা হয়েছে। মহেশপুরে ৩ : ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ৩ মেয়র প্রার্থী নজিবুদ্দৌলা নাসের, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন, জাসদ সমর্থিত প্রার্থী রমজান আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মাগুরায় ২ : মাগুরা পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ সেলিমের মনোনয়ন বাতিল হয়েছে। ঝালকাঠিতে ২ : নলছিটি পৌরসভা নির্বাচনে রোজিনা বাবুল ও মনিরুজ্জামান মনিরের মনোনয়ণপত্র বালিত হয়েছে। লালমনিরহাটে ২: লালমনিরহাট পৌরসভার নির্বাচনে তথ্য-উপাত্তে অসামঞ্জস্যতার কারণে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকি সবার মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে। ধামরাইয়ে ৩ : ধামরাই তিনজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে উপজেলা রিটার্নিং অফিসার। তারা হলেন নারী কাউন্সিলর প্রার্থী নুরজাহান বেগম, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দুলাল চন্দ্র সরকার ও মো. আলী খান। মৌলভীবাজারে ১ : সর্বশেষ ২০১৫-২০১৬ এর আয়কর রিটার্ন না থাকায় মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী অলিউর রহমানের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। গতকাল দুপুর ২টায় জনাকীর্ণ এক প্রেসকনফারেন্সে এই অভিযোগ করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনায়ার আক্তার শিউলি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, সরকারি দলের নেতাদের অবৈধ হস্তক্ষেপে বৈধ মনোনয়নপত্র বেআইনিভাবে বাতিল করেন। দিনাজপুরে ৭ : দিনাজপুর জেলায় ৫টি পৌরসভা নির্বাচনে ২ জন মেয়র ও ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৩ জন সাধারণ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন- বীরগঞ্জ  পৌরসভার মেয়র প্রার্থী উপজেলা যুবদল সভাপতি আসাদুল ইসলাম দুলাল ও স্বতন্ত্র সাইফুল ইসলাম, নারী কাউন্সিলর প্রার্থী শিল্পী রানী ঘোষ, দিনাজপুর পৌরসভার নারী কাউন্সিলর প্রার্থী আরিফাত জামান মৌসুমী, বিরামপুর পৌরসভার নারী কাউন্সিলর প্রার্থী জহুরা বেগম, ফুলবাড়ী  পৌরসভার কাউন্সিলর প্রার্থী ওবায়দুল হক এবং হাকিমপুর  পৌরসভার কাউন্সিলর প্রার্থী মাহমুদ কলি। নরসিংদীতে ৩ : নরসিংদী পৌরসভার দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামী নরসিংদী পৌর শাখার আমির জহিরুল ইসলাম মানিক ও ইসলামী ঐক্য জোটের প্রার্থী আমিনুল ইসলাম। নারী কাউন্সিলর প্রার্থী মুন্নি আক্তারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কুমিল্লায় ৩৩ : কুমিল্লায়  ৬ পৌরসভায় ৩২ জন ওয়ার্ড কাউন্সিলর ও ১ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাধারণ ওয়ার্ডে জেলার লাকসাম পৌরসভায় ১ জন, চৌদ্দগ্রামে ১৪ জন, চান্দিনায় ৯ জন, দাউদকান্দিতে ৩ জন, বরুড়ায় ১ জন, হোমনায় ৪ জন কাউন্সিলর ও ১ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রামে ১৪ :  চট্টগ্রামে সংরক্ষিত ও সাধারণসহ ১৪ কাউন্সিলরের প্রার্থিতা বাতিল করা হয়েছে। নাটোরে ২৪ : নাটোরের ছয় পৌরসভা নির্বাচনে তিন মেয়র এবং ২১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। নাটোর ও গুরুদাসপুর পৌরসভায় ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী মাহবুবুল আলম ও সুলতান আহম্মেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বড়াইগ্রাম পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল হক মুক্তার এফিডেভিটে স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নাটোর পৌরসভায় বিএনপি সমর্থিত বর্তমান কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ ও সদরুল ইসলাম ডাম্বেলের মনোনয়নপত্র মামলা থাকায় বাতিল করা হয়েছে। আখাউড়ায় ২ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিল হয়েছে মো. রফিকুল ইসলাম খাদেম ও মো. জহিরুল ইসলামের। চাঁপাইনবাবগঞ্জে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল : চাঁপাইনবাবগঞ্জে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহনেওয়াজ সিনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মহিলা কাউন্সিলর প্রার্থী সিরাজুম মনিরা, গোলজার আলী, শফিকুল ইসলাম ও মো. রবিউল ইসলাম, জিয়াউল ইসলাম, রমজান আলী ও লিয়াকত আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নাচোল পৌরসভায় মহিলা কাউন্সিলর প্রার্থী আক্তারী বেগম শিখার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পিরোজপুরে ২ : পিরোজপুর সদর পৌরসভায় মেয়র পদে আবদুর রাজ্জাক মুনানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বরূপকাঠি পৌরসভায় মেয়র পদে ন্যাশনাল পিপলস পার্টির মো. সিদ্দিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জয়পুরহাটে ২ : জয়পুরহাটের ৩টি পৌরসভা নির্বাচনে ২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বরিশালের ১৫ : বরিশালে ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত মেয়র প্রার্থী মো. মনিরুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কাউন্সিলর পদে উজিরপুর পৌরসভার হেমায়েত উদ্দিন খলিফা, সহদেব কুমার ও আবুল হাসেম সরদার এবং স্বপন হাওলাদার, বানারীপাড়া পৌরসভার রফিকুল আলম ও ইলিয়াস শেখ, গৌরনদী পৌরসভার তৌফিক সজল, কবির হোসেন ও মুন্না মোল্লা, বাকেরগঞ্জ পৌরসভার আবদুল হালিম খান এবং মেহেন্দিগঞ্জ পৌরসভার মোসলেম মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সংরক্ষিত কাউন্সিলর পদে গৌরনদী পৌরসভার প্রার্থী তাইয়াবা আক্তার সুইটি ও ছালমা আক্তার ছবি এবং খাদিজা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বদরগঞ্জে ৮ : বদরগঞ্জে কাউন্সিলর প্রার্থী একরামুল হক, বাবলু মহন্ত, আকতারুজ্জামান বাবু, শ্রী নীলকান্ত পাইকাড়, মিজানুর রহমান, শ্রী খোকন কুমার দাস, মো. রফিকুল ইসলাম, রুহুল আমীন পাইকাড়ের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মানিকগঞ্জে ৩ : মানিকগঞ্জে নারী কাউন্সিলর পদে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন- রাজিয়া সুলতানা, মোর্শেদা হোসেন ও হাবিয়া বেগম। শেরপুরে ৭ : শেরপুরের শ্রীবরদী ও নকলা পৌরসভার মেয়র পদে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন শ্রীবরদী পৌরসভায় আলমগীর হোসেন, শহীদুল্লাহ শাহী ও মুক্তিযোদ্ধা ডা. ওয়ালিউজ্জামান আশরাফি লতা। অপরদিকে নকলা পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন আনারের আয়কর রিটার্ন দাখিলের টিআইএন সনদপত্র না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী শফিউল ইসলাম, আবদুর রাজ্জাক আকন্দ ও আমির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শ্রীবরদী পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে ৪নং ওয়ার্ডে আবদুল কাদের, ৮নং ওয়ার্ডে হেলাল উদ্দিন কমল, নকলা পৌরসভায় ২নং ওয়ার্ডের আবদুল জলিলের মনোনয়নপত্র বাতিল হয়েছে। টাঙ্গাইলে ৮ : টাঙ্গাইলের ৮টি পৌরসভায় ৮ মেয়র, সাধারণ ২১ এবং সংরক্ষিত ৮ জন মহিলা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 মেয়র পদে আওয়ামী লীগের একজন, বিএনপির একজন, আওয়ামী লীগের বিদ্রোহী ৩ জন, বিএনপির বিদ্রোহী ১ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১ জন এবং স্বতন্ত্র ১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসাররা।

 

সর্বশেষ খবর