সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এরশাদের প্রশ্ন কোথায় আজ গণতন্ত্র

নিজস্ব প্রতিবেদক

এরশাদের প্রশ্ন কোথায় আজ গণতন্ত্র

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গণতন্ত্র রক্ষার জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। কোথায় আজ গণতন্ত্র? জনগণ ভাবছে, এরশাদ সাহেব থাকলেই মনে হয় ভালো হতো, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো। তিনি বলেন, পৌরসভা নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে আওয়ামী লীগের অতীতের অপকর্মের কথা মানুষ ভুলে যাবে। এই নির্বাচনে সব আসনে আওয়ামী লীগ হেরে গেলেও ক্ষমতা তাদের যাবে না।

গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সাবেক রাষ্ট্রপতি এরশাদ নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশন তাদের মেরুদণ্ড খুঁজতে ডাক্তারের কাছে গিয়েছিল। কিন্তু তারা মেরুদণ্ড খুঁজে পায়নি। তিনি বলেন, সুুষ্ঠুভাবে আসন্ন পৌরসভা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে ইসির মেরুদণ্ড আছে। ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহŸায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহেমদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাহিদুর রহমান টেপা, ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, তাজ রহমান, সাইফুদ্দিন মিলন, সুনীল শুভ রায়, রেজাউল ইসলাম ভ‚ইয়া, নুরুল ইসলাম নুরু, এনাম জয়নাল আবেদিন, ইফতেখার আহসান হাসান, ইসহাক ভ‚ইয়া প্রমুখ। এদিকে সৈয়দ আবু হোসেন বাবলা রাজধানীর শ্যামপুরে জাতীয় মহাশ্মশানে পাঁচ দিনব্যাপী ধর্মীয় নাম কীর্তন অনুষ্ঠানে বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে চলমান শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য দেশি-বিদেশি একটি গোষ্ঠী মসজিদ-মন্দিরে হামলা চালাচ্ছে। এ সময় আরও বক্তব্য দেন কমিটির সভাপতি নিতাই ঘোষ, এলজিআরডি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অশোক মাধব রায়, বাবুল দাশ, সুজন দে প্রমুখ।

সর্বশেষ খবর