সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গণতন্ত্র উদ্ধারে নির্বাচনে যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র উদ্ধারে নির্বাচনে যাচ্ছে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন দলীয় ভ‚মিকা পালন করছে। তারপরও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে প্রতিকূল পরিস্থিতিতেও আসন্ন পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। সপ্তম দফা কারামুক্তির চার দিন পর গতকাল দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় নব্বইয়ের গণআন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। এরপর বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের নেতারা ফুলের তোড়া দিয়ে ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিরোধী জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান অব্যাহত রাখা হয়েছে। বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। গ্রামেগঞ্জে বিএনপির অনেক সমর্থক রয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন হলে পৌর নির্বাচনে বিএনপি জয়লাভ করবে। প্রতিকূল পরিস্থিতিতেও গণতন্ত্রের স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। তিনি বলেন, অতীতে সিটি ও উপজেলা নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করেনি ইসি। এবারের পৌর নির্বাচনেও নিরপেক্ষ দায়িত্ব পালন করছে না। তারা একটি দলের হয়ে কাজ করছে।

সর্বশেষ খবর