সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

যেই হোক আইন ভাঙলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

যেই হোক আইন ভাঙলে ব্যবস্থা

পৌর নির্বাচনে প্রার্থীদের পক্ষে দলীয় প্রধানরা প্রচারণায় অংশ নিতে পারলেও জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না বলে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল শেরেবাংলা নগরস্থ ইসি কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ‘আইন ভাঙবেন না। যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি সরকারি সুবিধাভোগীদের নির্বাচনের প্রচারণায় না যাওয়ার অনুরোধ জানান। পাশাপাশি যারা সুবিধাভোগী নয়- তাদেরও বিধি অনুসরণের আহ্বান জানান। প্রসঙ্গত, সরকারি সুবিধাভোগী হওয়ায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী, এমপি ও সিটি মেয়রদের পৌর নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে দলীয় প্রধানদের প্রচারণায় বাধা নেই। ইসির কর্মকর্তারা বলছেন, দলীয় প্রধান হয়েও প্রধানমন্ত্রী পদে থাকায় এবারের পৌর নির্বাচনের প্রচারণায় যেতে পারবেন না। প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদে থাকায় হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রচারণায় যেতে পারবেন। খালেদা জিয়ার বিষয়ে ইসির অবস্থান কী হবে- জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, ‘পথসভা করতে বাধা নেই। কিন্তু পথসভা যেন শোভাযাত্রা বা জনসভায় পরিণত না হয়। আমাদের কথা হচ্ছে- অনুগ্রহ করে আইন ভাঙবেন না, সে যেই হোক। বিধি ভঙ্গ করলে ব্যবস্থা নিতে হবে- যা সুখকর হবে না।’ এক্ষেত্রে ইসিকে বিব্রতকর ও অস্বস্তিকর সিদ্ধান্ত যাতে না নিতে হয়- সে বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।নির্বাচন বিধি অনুযায়ী, পৌরসভায় পথসভা ও ঘরোয়া সভার অন্তত ২৪ ঘণ্টা আগে পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হবে। বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা ছয় মাসের দণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দল বিধি ভঙ্গ করলেও সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। শাহনেওয়াজ আরও বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাকে বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। এরপরও ইসিতে কোনো অভিযোগ এলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এমপিরাও যেন প্রচারণায় না যান, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। কোনো কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ইসির নির্দেশনা না মানলে বা মাঠপর্যায়ে কাজে অবহেলা করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হবে। এরইমধ্যে ১৩ হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এরপরই প্রতীক নিয়ে প্রচারণায় যাবেন প্রার্থীরা।

সর্বশেষ খবর