সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সব সম্পদ ফিরিয়ে আনতে হবে

নিজস্ব প্রতিবেদক

সব সম্পদ ফিরিয়ে আনতে হবে

পাকিস্তান থেকে বাংলাদেশের প্রাপ্য সব সম্পদ ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাপ ভাসানীর যৌথভাবে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তিনি। ক্যাপ্টেন তাজুল ইসলাম বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। দুই দেশ একসঙ্গে থাকাকালে তাদের কাছে আমাদের যে সম্পদ পাওনা হয়েছিল, সরকারকে সেসব প্রাপ্য সম্পদ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোশতাক ভাসানীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা ও জাতীয় গণতান্ত্রিক লীগ নেতা এম এ জলিল প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর