মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কাল থেকে শুরু প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল ৯ ডিসেম্বর থেকে দলীয় প্রতীক নিয়ে পৌরসভা নির্বাচনের প্রচারণায় নামছেন দল সমর্থিত মেয়র প্রার্থীরা। এ ছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও প্রতীক ছাড়াই নির্বাচনী প্রচারে নামতে পারবেন বলে জানিয়েছে ইসি। আগামী ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং অফিসাররা। তবে অন্যান্য নির্বাচনে প্রচারণার শুরু থেকে নির্বাচনী আচরণবিধি দেখভালের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হলেও এবারে প্রতীক বরাদ্দ দেওয়ার পরে ও নির্বাচনের আগে-পরে চার দিনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের চিন্তা করছে ইসি। এদিকে একনেকে পৌরসভা সংক্রান্ত প্রকল্প না উপস্থাপন করতে পরিকল্পনা সচিবকে চিঠি দিয়েছে ইসি সচিবালয়। জানা গেছে, নির্বাচনের ২১ দিন আগে থেকে নির্বাচনী প্রচারণায় নামতে পারেন প্রার্থীরা। সেই হিসেবে ৯ ডিসেম্বর  থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। কিন্তু নির্বাচন কমিশন ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেবে।  যেসব মেয়র প্রার্থী দলীয় ব্যানারে নির্বাচন করছেন তারা বিধি অনুসারে ৯ ডিসেম্বর থেকে প্রতীক নিয়ে নির্বাচন শুরু করতে পারবেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকের জন্য আরও ৫ দিন অপেক্ষা করতে হলেও তাদের প্রচার-প্রচারণায় বাধা থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে কিনা জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, এটা খুব সামান্য ব্যাপার। প্রতীক নয়, ভোটাররা ব্যক্তিকে দেখে নির্বাচনে ভোট দেয়। পৌরসভা খুব ছোট এলাকা। খুব বেশি ক্ষতি হবে না। স্বতন্ত্র প্রার্থীরা নিজ পরিচিতিতে প্রচারণা চালাবেন। ‘আইন অনুযায়ী ৯ ডিসেম্বর প্রচারণা শুরু হবে। কমিশনার বলেন, কে কীভাবে প্রচারণা চালাবেন তারা নিজেরা ঠিক করবেন। তবে তারা যেন কোনো বিধি লঙ্ঘন না করেন। আমরা সেটাই দেখব। কয়েকটি পৌরসভায় আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী  দেওয়া হয়েছে। তারপরও তাদের প্রার্থিতা বাতিল করা হয়নি।  এ বিষয়ে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, এ বিষয়ে আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।  কোনো দল যদি একাধিক প্রার্থী দেয় অবশ্যই তাদের প্রার্থিতা বাতিল হবে। ইসি সূত্র জানায়, খুলনার পাইকগাছায় আওয়ামী লীগের পক্ষ থেকে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বরগুনার বেতাগীতে দুজন এবং মাগুরায় দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর