মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
নিজামীর আপিল

ফাঁসি বহাল চেয়ে শেষ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। গতকাল আপিল শুনানির দশম দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানিতে তিনি নিজামীর মৃত্যুদণ্ড বহালের পক্ষে যুক্তি তুলে ধরেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ শুনানি গ্রহণ করেন। এর আগে ২ ডিসেম্বর আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, যেসব অভিযোগে নিজামীর ফাঁসির আদেশ হয়েছে, সেগুলোতে যেন তার সর্বোচ্চ সাজা বহাল থাকে আদালতে সে বিষয়ে জোরালো যুক্তিতর্ক উপস্থাপন করেছি। একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে সীমাহীন অপরাধ বলে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বোচ্চ শাস্তিই এ অপরাধের একমাত্র সাজা। ফাঁসি ছাড়া এর অন্য কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিজয়ের উষালগ্নে নভেম্বর মাসে নিজামী আলবদর নিয়ে যে লেখা লিখেছেন তাতে অপকর্মে উত্সাহ দেওয়া হয়েছে। হিটলার নিজের হাতে কাউকে মেরেছেন এমন কোনো সাক্ষী নেই। কিন্তু এক বিশাল জনগোষ্ঠীকে পরিকল্পনা করে নিধন করেছেন। একইভাবে আলবদররা মুক্তিযোদ্ধাদের নিধন করার পরিকল্পনা করেছিল। অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন হচ্ছে এমন মামলা যে মামলায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি পেতে হয় অর্থাত্ মৃত্যুদণ্ড দিতে হবে। তবে অপরাধের মাত্রা অনুসারে সাজা কমে বাড়ে। এখানে বুদ্ধিজীবী হত্যা সীমাহীন অপরাধ। নিজামী সরাসরি উপস্থিত ছিলেন না আসামিপক্ষের এমন যুক্তির জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, মুজাহিদ ও ভারতের ইয়াকুব মেমনের রায় উল্লেখ করেছি। ইয়াকুব মেমন নিজের হাতে কাউকে মারেননি। মেমন ষড়যন্ত্র করেছেন। ১৯ বছর জেল খেটেছেন। এরপর তার ফাঁসি হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। পরে তিনি আপিল করেন।

সর্বশেষ খবর