মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নাইকো মামলায় খালেদার আপিল

নিজস্ব প্রতিবেদক

নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল আপিল বিভাগে তিনি এই আবেদন করেন। আবেদনে নিম্ন আদালতে চলমান এ মামলার কার্যক্রম স্থগিতেরও আর্জি করা  হয়েছে। তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ১১৬ পৃষ্ঠার এই আবেদন সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে আগামী ২৮ ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় দুদক নাইকো দুর্নীতি মামলা দায়ের করে। পরের বছর ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এতে অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন। এরপর খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৯ জুলাই এই মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই বছর ৯ সেপ্টেম্বর এ মামলায় জামিন পান খালেদা জিয়া। প্রায় সাত বছর পর চলতি বছরের শুরুতে রুল নিষ্পত্তির মাধ্যমে মামলাটি সচলের উদ্যোগ নেয় দুদক। খালেদার আবেদনে রুলের ওপর শুনানি করে গত ১৮ জুন রায় দেন হাইকোর্ট। খালেদার করা আবেদন খারিজ করে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয় হাইকোর্টের সেই রায়ে। সেই সঙ্গে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা অনুযায়ী গত ৩০ নভেম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন খালেদা জিয়া।

সর্বশেষ খবর