বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
আবুল মাল আবদুল মুহিত

আগামী বাজেট সাড়ে তিন লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আগামী বাজেট সাড়ে তিন লাখ কোটি টাকা

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে। তিনি আরও বলেন, এক সপ্তাহের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি (গেজেট প্রকাশ) হবে। তিনি গতকাল বিকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, বেতন কাঠামো কার্যকরের আদেশ আইন মন্ত্রণালয়ে অপেক্ষমাণ রয়েছে। আজ-কালের মধ্যে তা অর্থ মন্ত্রণালয়ে আসবে। এর পরই আদেশ জারি হবে। তিনি বলেন, চলতি বাজেটে জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, দুই টার্ম সরকার কাজ করার সুযোগ পাওয়ায় কার্যক্রম শক্তিশালী হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বিনিয়োগ বেড়েছে, রাজস্ব বেড়েছে। তাই সরকারের বাজেটের আকারও বাড়ছে। বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর