বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নারী প্রার্থীদের প্রতীক অপমানজনক

নিজস্ব প্রতিবেদক

নারী প্রার্থীদের প্রতীক অপমানজনক

আসন্ন পৌর নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকসমূহ অপমানজনক বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, নারী আজ কেবল চুড়ি পরে গৃহে বন্দী নয়। তারা বিমান চালাচ্ছেন, ট্রেন চালাচ্ছেন, রাইফেল ও স্টেনগান চালাচ্ছেন। তাই প্রশ্ন জাগতেই পারে নারীর প্রতীক কেন চুড়ি না হয়ে বিমান হলো না। গতকাল মহিলা ও শিশু বিষয়ক অধিদফতর আয়োজিত অন্তর্জাতিক নারী নির‌্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এসব প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচন কমিশন তাদের সনাতনী চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। নারীর প্রতীক শুধু চুড়ি, পাটাপুতা ও হাঁড়ি-পাতিল নয়। নারী এখন সব কিছুর প্রতীক। তিনি বলেন, অতীতেও নারী প্রার্থীদের এরকম বিব্রতকর প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন যার প্রতিবাদও হয়েছে। তারপরও নির্বাচন কমিশনের এরকম দায়িত্বহীনতা দুঃখজনক। তিনি একই সঙ্গে একজন নারীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বা্ন জানান। তার মতে, একজন কমিশনার নারী হলে এসব স্পর্শকাতর বিষয়গুলো খেয়াল রাখতে পারবেন।

সর্বশেষ খবর