শিরোনাম
বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিরিয়া সংকটে চাই রাজনৈতিক সমাধান

আ স ম মাসুম, যুক্তরাজ্য

সিরিয়া সংকটে চাই রাজনৈতিক সমাধান

হাউস অব কমন্সে এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য এবং বেথনালগ্রিন অ্যান্ড বো আসনের এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, কেবল বিমান হামলা চালিয়ে এ সমস্যার সমাধান করা যাবে না। সিরিয়া সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সম্মতিতে গ্রহণযোগ্য একটি উপায় খুঁজে বের করতে হবে এবং একই সঙ্গে থাকতে হবে যুদ্ধ-পরবর্তী স্পষ্ট পরিকল্পনা। ২ ডিসেম্বর রাতে হাউস অব কমন্সে সিরিয়ায় বিমান হামলা চালানোর সরকারি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে এক বিবৃতিতে রুশনারা এ কথা বলেন। বিবৃতিতে তিনি হামলার বিপক্ষে ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা করেন। রুশনারা জানান, হাউস অব কমন্সের অন্যান্য সহকর্মীর মতো আইসিস বা ডায়েশের ভয়ঙ্কর কর্মকাণ্ড সম্পর্কে আমার কোনো দ্বিমত নেই। তাদের নির্মূলের ব্যাপারেও আমরা সবাই ঐক্যবদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কীভাবে এ কাজটি সম্ভব এবং ইউকের সামরিক অভিযান চালিয়ে আদৌ এ লক্ষ্য অর্জন করা সম্ভব কিনা? রুশনারা বলেন, সিরিয়ার গৃহযুদ্ধের কারণে ইতিমধ্যে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং আরও কয়েক মিলিয়ন মানুষ গৃহহীন হয়েছে। এ সংঘাতের অবসান এবং আইসিস বা ডায়েশের নির্মূলের জন্য রাজনৈতিক সমাধান ছাড়া আর কোনো পথ খোলা নেই। আর এ জন্য সেখানে একটি গ্রহণযোগ্য সামরিক স্থলবাহিনীর উপস্থিতির প্রয়োজন রয়েছে। আর এর সঙ্গে থাকতে হবে আন্তরিক মানবিক সাপোর্ট এবং যুদ্ধোত্তর পুনর্গঠন পরিকল্পনা। রুশনারা বলেন, সিরিয়া বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বক্তব্য আমি মনোযোগ দিয়ে শুনেছি, পার্লামেন্টের বিতর্ক, যুক্তিও শুনেছি। কিন্তু কোনোভাবেই সেখানে বিমান হামলা চালানোর পক্ষে যুক্তি খুঁজে পাইনি। আর এ জন্যই আমি এর বিপক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি বিমান হামলা চালানোর পক্ষে সরকারের যুক্তি খুবই দুর্বল। এ পরিস্থিতিতে যথাযথ, গ্রহণযোগ্য এবং আস্থাভাজন স্থল অভিযান ছাড়া শুধু বিমান হামলা করে কোনো কিছু অর্জন সম্ভব নয়। আর এই স্থল অভিযানে বাস্তব কারণেই রাশিয়া এবং ইরানসহ অন্যান্য আন্তর্জাতিক শক্তির অংশগ্রহণও দরকার। এককথায় সিরিয়া নিয়ে আমাদের সমন্বিত এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন রয়েছে। এ ছাড়া আসাদ পরবর্তী সিরিয়ায় স্থিতিশীল এবং গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠায় ভিয়েনা চুক্তিকে সামনে রাখার কথাও রুশনারা উল্লেখ করেন।

সর্বশেষ খবর