বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাজা কমল শীর্ষ সন্ত্রাসী জোসেফের

নিজস্ব প্রতিবেদক

সাজা কমল শীর্ষ সন্ত্রাসী জোসেফের

নব্বই দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফকে সাজা কমিয়ে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

মামলার আরেক আসামি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কাবিল সরকারকে খালাস দেওয়া হয়েছে। ১৯৯৬ সালের ৭ মে ফ্রিডম পার্টির নেতা  মোস্তাফিজুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রাশিদা পারভীন পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় বিচারিক আদালত ২০০৪ সালের ২৫ এপ্রিল আসামি জোসেফ ও মাসুদ জমাদারকে মৃত্যুদণ্ড এবং কাবিল সরকার, হারিস আহমেদ ও আনিস আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হারিস ও আনিস পলাতক থাকায় তারা হাইকোর্টে আবেদন করেননি। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন জোসেফ, কাবিল ও মাসুদ। হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর মাসুদকে খালাস প্রদান করে জোসেফের মৃত্যুদণ্ড এবং কাবিলের যাবজ্জীবন দণ্ডের রায় বহাল রাখা হয়। এ রায়ের বিরুদ্ধে জোসেফ ও কাবিল আপিল বিভাগে যান। আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান ও এ এম আমিন উদ্দিন।

সর্বশেষ খবর