বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইটির আয় পোশাক খাতকে ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক

আইটির আয় পোশাক খাতকে ছাড়াবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বর্তমানে তথ্য প্রযুক্তি ও সেবা পণ্যের রপ্তানি আয় বছরে ৩০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। আগামীতে দেশের আইটি খাত থেকে বৈদেশিক মুদ্রার আয় তৈরি পোশাক খাতকে ছাড়িয়ে যাবে। এটাকে এগিয়ে নেবে বিপিও ইন্ডাস্ট্রি।

গতকাল সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।  জয় বলেন, আমরা চাই দেশের তরুণরা চাকরির পিছে না ছুটে উদ্যোক্তা হোক। নিজেদের উদ্যোগে তারা আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, আইটি কোম্পানি করুক। যেখানে তারা নিজেদের কর্মসংস্থান এবং নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে এবং দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবে। তরুণদের বাবা-মাকে পরামর্শ দেব, এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবীর চেয়ে আইটির দিকেও একটু নজর দেওয়া উচিত। এখানে শুধু জ্ঞানের বিষয় নয়, নিজের উদ্যোগেরও বিষয় আছে। আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ ১৮ থেকে ৩৫ বছরের তরুণদের। এখানে ভবিষ্যৎ তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই আমরা। সজীব ওয়াজেদ বলেন, দেশে প্রতিবছর ৫০ হাজার তরুণকে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত করে তোলা হবে। গত বছর ৩০ হাজার তরুণকে আইটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেই, তখন এটা নিয়ে অনেকেই হাসাহাসি করেছেন। দেশের মানুষ অনেকটাই ডিজিটাল সম্পর্কে অবগত ছিলেন না। এখন মাত্র ছয় বছরে আমরা ব্যাপক সাফল্য অর্জন করেছি। যখন বিপিওর যাত্রা শুরু হয় তখন আমাদের আয় ছিল মাত্র ২৬ বিলিয়ন ডলার। এখন তিন লাখ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। আমাদের দেশে দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছি। আগামী দুই বছরে কয়েকগুণ উন্নীত করা হবে। ছয় বছর আগের বাংলাদেশের সঙ্গে বর্তমানের তুলনা করতে গিয়ে জয় বলেন, তখন এক মেগা ব্যান্ডউইথ কিনতে হতো ৭৫ হাজার টাকায়। দিনের ৭-৮ ঘণ্টা বিদ্যুৎ থাকত না, তথ্য প্রযুক্তি রপ্তানি ছিল মাত্র দুই কোটি ৬০ লাখ ডলার। আর বর্তমানে ব্যান্ডউইথের দাম ৬২৫ টাকা। তথ্য প্রযুক্তি রপ্তানি আয় ৩০ কোটি ডলার ছাড়িয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, এফবিসিসিআইর সভাপতি মাতলুব আহমাদ, বাক্যের সভাপতি আহমেদুল হক প্রমুখ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইটসার চেয়ারম্যান সান্তিয়াগো গুত্রিজ।

সর্বশেষ খবর