শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মান্নার রিমান্ড আদেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক

মান্নার রিমান্ড আদেশ বাতিল

রাষ্ট্রদ্রোহ মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে না নিয়ে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। গতকাল বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুলের নিষ্পত্তি করে এ রায় দেন। মান্নার রিমান্ডের আদেশ কেন বাতিল করা হবে না মর্মে গত ১৯ আগস্ট রুল জারি করা হয়। এরপর ৩ ডিসেম্বর রুলের ওপর শুনানি হয়। এর আগে ৭ মার্চ ঢাকার মহানগর হাকিম ওই মামলায় মান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমোদন দেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরুর তিন দিন পর অসুস্থ হয়ে পড়লে ১০ মার্চ তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশের করা এক আবেদনে ১৮ মার্চ আদালত বাকি সাত দিনের জন্য মান্নাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। ওইদিনই এই রিমান্ড আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন মান্না। আদালতে মান্নার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ড. শাহদীন মালিক ও ইদ্রিসুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।

সর্বশেষ খবর