শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আমরা কি হাল্লা রাজার দেশে আছি

নিজস্ব প্রতিবেদক

আমরা কি হাল্লা রাজার দেশে আছি

বাংলাদেশে এখন সবচেয়ে বেশি শঙ্কা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে কি না। এখন কথা বলতে অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে। সত্যজিত্ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ এর হাল্লা রাজা দেশের মানুষের জিব কেটে দিয়েছিলেন যাতে তারা কথা বলতে না পারে। আমরা কি তবে হাল্লা রাজার দেশে বাস করছি? গতকাল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ সম্মেলন কক্ষে ‘মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। সুলতানা কামাল বলেন, অভিজিত্রা (ব্লগার অভিজিত্ রায়) নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর এ ক্ষেত্রে রাষ্ট্র আশ্চর্যজনকভাবে নিশ্চুপ। ব্লগারদের প্রসঙ্গে পাল্টা কথা শুনতে হচ্ছে— আপনাদেরও (ব্লগারদের) সাবধান হওয়া উচিত ছিল। ধর্মবিশ্বাস মানে যার যার ব্যক্তিগত বিষয়। মানুষ মানুষকে কেন তার জন্য হত্যা করবে? যে সরকার নিজেকে গণতান্ত্রিক সরকার হিসেবে দাবি করে সেই সরকারের আমলে এগুলো শোভা পায় না। সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবির আইন বিভাগের প্রভাষক রোকেয়া চৌধুরী, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিন্স, সাংস্কৃতিকব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন প্রমুখ।

সর্বশেষ খবর