শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের স্মৃতিকথা লিখছেন খোকা

প্রতিদিন ডেস্ক

মুক্তিযুদ্ধের স্মৃতিকথা লিখছেন খোকা

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় রাজধানী ঢাকাসহ আশপাশে পাক হানাদার এবং তাদের দোসর আলবদর-রাজাকারদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণকারী অসম সাহসী গেরিলা এবং পরবর্তীতে রাজনীতিক এবং অবিভক্ত ঢাকার সিটি মেয়র সাদেক হোসেন খোকা বই লিখছেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক এ গ্রন্থ ফেব্রুয়ারির বইমেলার আগেই প্রকাশিত হবে। খোকা নিজেই এ তথ্য জানিয়েছেন। খবর এনআরবি নিউজের। নিউইয়র্কে চিকিত্সারত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী খোকা গত কমাস ধরেই সেই গ্রন্থ লিখছেন। এ জন্য তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বই সংগ্রহ করেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আট সপ্তাহ অন্তর চিকিত্সকের সঙ্গে সাক্ষাত্ এবং নিয়মিত ওষুধ সেবন ছাড়া তেমন কাজ নেই তার। অবসরে সময় কাটাতে হয়। তাই ভাবলাম যে, অলস সময় না কাটিয়ে একটা কিছু করা উচিত। সে গ্রন্থে কি শুধুই একাত্তর আর মুক্তিযুদ্ধ স্থান পাচ্ছে, নাকি অপরাপর ঘটনাবলিও আসছে— এমন প্রশ্নে খোকা বলেন, একান্তই মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ বলা যেতে পারে। সে সময়ে যার যতটুকু ভূমিকা ছিল তা তুলে আনার চেষ্টা করছি অত্যন্ত নিরপেক্ষভাবে। 

সর্বশেষ খবর