শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গণতন্ত্রের জানাজা পড়া ছাড়া উপায় নেই

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রের জানাজা পড়া ছাড়া উপায় নেই

বিএনপি অভিযোগ করেছে, নির্বাচন কমিশনের জ্ঞাতসারে প্রশাসনের নাকের ডগায় পৌর নির্বাচনের বারোটা বাজিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন।

রিজভী আহমেদ বলেন, ‘পৌর নির্বাচনের আগে নির্বিচারে গণগ্রেফতারের ঘটনা দেশে ভীতিকর   পরিস্থিতির সৃষ্টি করেছে। আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযানে দলের নেতা-কর্মীদের প্রতিনিয়ত আটক করা হচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ নির্মল ও স্বচ্ছতার পরিবর্তে গন্ধময় হয়ে উঠেছে। এ ধরনের পরিস্থিতি টিকিয়ে রেখে কোনোভাবেই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়।’ সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে ‘ষড়যন্ত্র করে’ দলটির নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে তাদের গ্রেফতার করছে বলেও তিনি দাবি করেন। ‘সরকারের মন্ত্রী-এমপিরা প্রতিনিয়ত নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে’ এমন অভিযোগ তুলে রিজভী আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশনের সতর্কতা উপেক্ষা করে তারা (মন্ত্রী-এমপিরা) প্রচারণা চালাচ্ছেন। অথচ ইসি (নির্বাচন কমিশন) শুধু শোকজের দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ইসি যদি আগের মতো ন্যক্কারজনক ভূমিকায় অবতীর্ণ থাকে, তাহলে মৃতপ্রায় গণতন্ত্রের জানাজা পড়তে আর বেশি সময় লাগবে না।’ সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর