রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিপিএলে কুমিল্লা ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক

 

বিপিএলের ফাইনালে যাওয়ার লড়াই। মাশরাফি আর সাকিবের লড়াই। একদিকে শেহজাদ-ইমরুল-কুলাসেকারাদের নিয়ে গড়া কুমিল্লা ভিক্টোরিয়ানস। অন্যদিকে ড্যারেন স্যামি, মোহাম্মদ নবী, পেরেরা আর সৌম্যদের নিয়ে গড়া রংপুর রাইডার্স।

এবারের বিপিএলের সবচেয়ে কঠিন দুটি দল পরস্পরের মুখোমুখি হওয়ার পর দেখা গেল, সাকিবের রংপুরের চেয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে মাশরাফির কুমিল্লা। মাশরাফিদের ৭২ রানের জয় তাদের শ্রেষ্ঠত্বেরই প্রমাণ। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিনটিতেই নিজেদের সেরা প্রমাণ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। টস জিতে রংপুর ফিল্ডিং নেওয়ার পর মাশরাফিরা দুরন্ত ব্যাটিং করে ১৬৩ রানের নিরাপদ স্কোর করেন। তবে টি-২০-এর ব্যাটিং স্টাইলের কাছে এ রানও খুব একটা বড় বলে মনে হয়নি রংপুরের ব্যাটিংয়ের শুরুতে। কিন্তু নব্য তরুণ আবু হায়দার আর আশার জাইদির বিধ্বংসী বোলিং রংপুর রাইডার্সের স্বপ্ন ভেঙে দেয়। দুজনই চারটি করে উইকেট শিকার করেছেন। সাকিবদের ব্যাটিং থেমে যায় ৯১ রানেই। প্রথমে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ানস ইমরুলের ৬৭, আশার জাইদির ৪০ ও লিটন দাসের ২৮ রানে বড় স্কোর গড়ে।

এদিকে ১৮ রানে ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে সেমি ফাইনালে ওঠেছে বরিশাল বুলস। প্রথমে ব্যাট করতে নেমে বরিশাল ৫ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। পরে ঢাকা ৮ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে। আজ ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্সের।

 

সর্বশেষ খবর