রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পৌর ভোট শাঁখের করাত

নিজস্ব প্রতিবেদক

পৌর ভোট শাঁখের করাত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আসন্ন পৌর নির্বাচন ক্ষমতাসীনদের জন্য শাঁখের করাত। এটা এমন একটা নির্বাচন, যেখানে আগে গেলেও বিপদ, পিছে গেলেও বিপদ। নির্বাচনে আমরা হারলে বিএনপি বলবে, সরকারের জনপ্রিয়তা নেই, এবার জাতীয় নির্বাচন দেন। আর জিতলে বলবে, সরকার কারচুপি করেছে। গতকাল দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুরঞ্জিত বলেন, রাজনীতিতে গণতন্ত্রের জট লেগে গেছে। পৌর নির্বাচনে এ জট খুলে যাবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রধান নির্বাচন কমিশনারকে সাহসের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কঠিনভাবে নিরপেক্ষ থাকেন। ছোট ও মাঝারি মন্ত্রীরা নির্বাচনী আচরণবিধি না মানলে আইনের বাস্তবায়ন আপনাকেই করতে হবে। রিটার্নিং অফিসারের কাছে পাঠান কেন, প্রশ্ন রাখেন তিনি। পদ্মা সেতুর কাজ সময়মতোই শেষ হবে জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, এ সেতু খুলে গেলে দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবে, প্রবৃদ্ধি বেড়ে যাবে। সরকার এ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকায় থাকবে দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত ভোটগ্রহণ, গণনা ও গেজেট প্রকাশসহ নির্বাচনের সব প্রক্রিয়ায় নজর রাখতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর