শিরোনাম
রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দুই দেশের আস্থা এখন নতুন মাত্রায়

নিজস্ব প্রতিবেদক

দুই দেশের আস্থা এখন নতুন মাত্রায়

গত কয়েক বছরে ভারত ও বাংলাদেশের সম্পর্কে আস্থা ও উপলব্ধিতে নতুন মাত্রা এসেছে মন্তব্য করে ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, এতে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান ‘আরও সহজ’ হয়েছে। গতকাল রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়ন দেখিয়েছে দুই দেশ ‘সবচেয়ে জটিল বিষয়ের’ সমাধান করতে  পারে। আগামী মাসে মস্কোয় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকা ছাড়ার আগে গতকাল সাংবাদিকদের সঙ্গে শেষবারের মতো মতবিনিময় করেন পঙ্কজ শরণ। বর্তমানে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন। ভারত-বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের স্থলসীমান্ত সমস্যার সমাধানে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার জন্য পঙ্কজ শরণকে কৃতিত্ব দেওয়া হয়। ঢাকায় তার প্রায় চার বছর দায়িত্ব পালনকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেক উচ্চপর্যায়ের সফর তত্ত্বাবধান করেছেন তিনি। গুরুত্বপূর্ণ বিভিন্ন চুক্তি এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এক প্রশ্নের জবাবে পঙ্কজ শরণ বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে আস্থা ও উপলব্ধিতে আমরা একটি নতুন মাত্রা এনেছি। বাংলাদেশে ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন তার জন্য ‘সত্যিকার অর্থে দারুণ পাওয়া’ বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর