মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফেরত পাঠানো হলো পাকিস্তানি ব্যাংকারকে

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তানের সিনিয়র জয়েন্ট ডিরেক্টর আসমা খালিদকে। পাসপোর্টে ভিসা না থাকার কারণে তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গতকাল বিকালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি ফ্লাইটে তাকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের একটি আন্তর্জাতিক কর্মশালায় যোগ দিতে রবিবার রাতে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় এসেছিলেন আসমা। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের এক বিবৃতিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। আসমা খালিদের বিষয়ে জানতে চাইলে ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপার মাহবুবুর রহমান বলেন, আসমা খালিদের ভিসা ছিল না। উনি হয়তো মনে করেছিলেন বাংলাদেশ থেকেই অন অ্যারাইভাল ভিসা নিতে পারবেন। বিমানবন্দর সূত্র জানায়, পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তাকে বিমানবন্দর ইমিগ্রেশন কক্ষেই রাখা হয়। বিমান থেকে বের হয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পেরে ইমিগ্রেশন অফিসেই তিনি অবস্থান করেন। গতকাল বিকাল ২টা ৪৫ মিনিটে পিআইএ’র একটি ফ্লাইটে (পিকে-২৬৭) তাকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এর আগে রবিবার বিকাল ৪টা ৪৪ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে (কিউআর-৬৩৬) পাকিস্তান থেকে ঢাকায় আসেন তিনি। দেশে ফেরার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা বিভাগের উপমহাব্যবস্থাপক জুলহাস উদ্দিন জানান, ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংক ও ইউএন-ডিইএসএ’র যৌথ আয়োজনে গতকাল থেকে দুই দিনের একটি আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। ওই কর্মশালায় যোগ দিতেই আসমা খালিদ ঢাকায় এসেছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জানান, আসমা হয়তো ভেবেছিলেন বাংলাদেশে বোধহয় অন অ্যারাইভাল ভিসা নিয়েই আসা যাবে। এ কারণে আর পাকিস্তান থেকে ভিসা পওয়ার চেষ্টাই করেননি। ভিসা না থাকার কারণেই বিমানবন্দরে তাকে বাংলাদেশে ঢোকার অনুমতি দেয়নি বলে তারা জানতে পেরেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর