মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বরিশাল-কুমিল্লা লড়াই আজ

বিপিএল চ্যাম্পিয়ন হচ্ছে কে

আসিফ ইকবাল

ফাইনালে পূর্ণোদ্যমে যাতে মাঠে নামতে পারেন ক্রিকেটাররা, সেজন্য রবিবার রাতেই মাশরাফিদের পারিশ্রমিকের পুরোটা পরিশোধ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। পারিশ্রমিক পেয়ে উত্ফুল্ল ক্রিকেটাররাও। শুধু পারিশ্রমিক পরিশোধই করেনি কুমিল্লা, মেজাজ মর্জি যাতে ঠিক থাকে, এজন্য মাশরাফিদের ছুটি দিয়েছে কাল। মাশরাফিররাও ছুটিটা উপভোগ করেছেন পরিবার পরিজন নিয়ে এদিক-সেদিক ঘুরে। একই অবস্থা বরিশাল বুলসেরও। ক্রিস গেইলের অভাব যাতে সংক্রমিত না হয়, সেজন্য মাহমুদুল্লাহ রিয়াদদের উত্ফুল্ল রাখতে চেষ্টার সর্বোচ্চটা করেছে টিম ম্যানেজমেন্ট। গতকালকের  দিনব্যাপী কার্যক্রমই বলছে বিপিএলের ফাইনালে উঠে কতটা নির্ভার কুমিল্লা ভিক্টোরিয়ানস ও বরিশাল বুলসের ক্রিকেটাররা। নির্ভার ও আত্মবিশ্বাসী দুই দল আজ বিপিএলের শিরোপা জিততে ব্যাট-বলের লড়াইয়ে নামছে মিরপুরের সবুজ ঘাসে। বিপিএলের প্রথম আসর থেকেই খেলছে বরিশাল। প্রথম দুই আসরে বরিশাল খেলেছে ভিন্ন নামে। কুমিল্লা খেলছে এই প্রথম। প্রথম খেলতে নেমে মাশরাফির কুশলী দল পরিচালনায় জায়গা করে নিয়েছে ফাইনালে। আজ জিতলেই ইতিহাস। চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস লিখতে চান মাশরাফি, ‘গ্রুপ পর্বসহ প্রথম কোয়ালিফাইয়ার্সে যে রকম ক্রিকেট খেলেছি, সেভাবে খেলতে পারলে আশা করি ভালো কিছু হবে। আমরা শিরোপার জন্যই খেলবো।’ কুমিল্লা প্রথম ফাইনাল খেলছে। কিন্তু দলনায়ক মাশরাফি খেলছেন টানা তৃতীয়বারের মতো। প্রথম দুই আসরে নেতৃত্ব দিয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে এবং শিরোপাও জিতেছে। শিরোপা জিতলে কুমিল্লার পাশাপাশি ইতিহাস লিখবেন মাশরাফিও। প্রথম ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে বিপিএলের টানা তিনটি শিরোপা জেতার বিরল রেকর্ড গড়বেন তিনি। এলিমেশন পর্বের দ্বিতীয় ম্যাচে গেইল না খেলায় ধুম্রজালের সৃষ্টি হয়েছিল। না খেলানোর ব্যাখ্যায় বরিশালের টিম ম্যানেজমেন্ট জানায়, কোমরের ব্যথার জন্য চলে গেছেন গেইল। কিন্তু গুঞ্জন অর্থের বনিবনা না হওয়ায় চলে গেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব। গেইল না থাকায় বেশ বড়সড় ধাক্কা খায় বরিশাল এবং গেইলবিহীন দলটি আজ শক্তির বিচারে কয়েক কদম পিছিয়ে খেলতে নামছে। অবশ্য বরিশালের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস স্পষ্ট করেই বলেছেন গেইলের অনুপস্থিতি কোনো সমস্যায় ফেলবে না দলকে, ‘গেইল অবশ্যই অনেক বড় ক্রিকেটার। তাকে ছাড়াই দ্বিতীয় এলিমেশন ম্যাচ জিতেছি। তার অনুপস্থিতি আজকের ম্যাচে কোনো সমস্যা হবে না। আমরা আত্মবিশ্বাসী। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো।’ কুমিল্লা ও বরিশাল দুই দলই নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এখন শুধু অপেক্ষা বিপিএলের তৃতীয় আসরের ট্রফিটি তুলে ধরবেন মাশরাফি না, মাহমুদুল্লাহ?

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর