বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাজাকাররা বাবাকেও নির্যাতন করেছিল

নিজস্ব প্রতিবেদক

রাজাকাররা বাবাকেও নির্যাতন করেছিল

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে নিজের বাবার প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ছেলে মুজিব বাহিনীর সাব সেক্টর কমান্ডার। তাই একাত্তরে কিশোরগঞ্জের হাজী মো. তায়েব উদ্দিনকে রাজাকার বাহিনীর নির্যাতনের শিকার হতে হয়েছিল। স্বাধীন দেশের মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ তার হয়নি। রাষ্ট্রপতির ভাষায়, ‘ছেলে যুদ্ধে যাওয়ার পর আরও অনেকের মতো ভারতে আশ্রয়  নিতে হয়েছিল তায়েব উদ্দিনকে। তিনি  দেশে ফেরেন বিজয়ের আগের মাসে, ১৯৭১ সালের নভেম্বরে।’ তিনি বলেন, ‘হি ওয়াজ টর্চার্ড বাই রাজাকারস। নভেম্বরেই বাড়িতে ফিরে মারা গেলেন’। গতকাল নিজ কার্যালয়ে তিনটি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি এসব স্মৃতিচারণ করেন। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রথম পরিচয় থেকে শুরু করে ভারতে মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পের বিভিন্ন ঘটনাসহ স্বাধীনতার ইতিহাস বিকৃতি নিয়ে কষ্টের কথা ও তরুণ প্রজন্মের কাছে একজন মুক্তিযোদ্ধার প্রত্যাশার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সর্বশেষ খবর