বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দলীয় পোস্টারে নিজের ছবি নয়

নিজস্ব প্রতিবেদক

দলীয় পোস্টারে নিজের ছবি নয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, এখন থেকে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারও ছবি সম্বলিত বিলবোর্ড, পোস্টার করতে পারবেন না। এমনকি নেতা-কর্মীদের নিজেদের ছবি দিয়েও বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুন করতে পারবেন না। চিঠিতে দলের সব পর্যায়ের নেতা-কর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনকে এ নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। গতকাল ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক যৌথসভায় এমন নিদের্শনামূলক চিঠি দেওয়া হয় সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাদের হাতে। এছাড়াও ২০টি সাংগঠনিক জেলায় চিঠি প্রেরণ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যতীত কারও ছবি ব্যবহার করা যাবে না।  দফতর সূত্রে জানা গেছে, গতকালই ২০টি জেলায় ডাকযোগে চিঠি প্রেরণ করা হয়েছে। শুধু চিঠি দিয়েই নয়, পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর