শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফিরিয়ে আনা হবে পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীকে

নিজস্ব প্রতিবেদক

ফিরিয়ে আনা হবে পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীকে

আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পাকিস্তানে আশ্রয় নেওয়া ১৯৫ যুদ্ধাপরাধীকে দেশে ফিরিয়ে আনা হবে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার খুব শিগগিরই কাজ শুরু করবে। গতকাল দুপুরে আশুলিয়ায় শিল্পপুলিশ-১ এর নতুন সদস্যদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ঐতিহাসিক শিমলা চুক্তি অনুযায়ী ১৯৫ যুদ্ধাপরাধীকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  বাংলাদেশে আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলছে। এখানে পাকিস্তানের কোনো মন্তব্য অনাকাঙ্ক্ষিত। শিল্পপুলিশের ব্যাপারে মন্ত্রী বলেন, পুলিশের এ বাহিনীকে আরও শক্তিশালী করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সিআইডি প্রধান হেমায়েত উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুজ্জামান ও শিল্পপুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  এর আগে মন্ত্রী শিল্পপুলিশের ৩০০ নবীন সদস্যের মাসব্যাপী প্রশিক্ষণ শিবিরের সমাপনী চৌকস প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

সর্বশেষ খবর