শিরোনাম
শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
নিউমার্কেট রণক্ষেত্র

ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আগুন

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আগুন

ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় —বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর মিরপুর সড়কে ঢাকা কলেজ ছাত্রদের সঙ্গে গতকাল বিকালে স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার সময় আতঙ্কিত লোকজন প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। মুহূর্তের মধ্যে আশপাশের ব্যবসা-প্রতিষ্ঠান  ও দোকানপাট বন্ধ হয়ে যায়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে কাপড় কেনাকে কেন্দ্র করে নিউমার্কেট এলাকায় নূরজাহান মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাস থেকে শত শত শিক্ষার্থী লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়েন। তারা ‘ধর ধর’ বলে কলেজের বিপরীত দিকের বিভিন্ন মার্কেট ও দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে দোকানি ও দোকানের কর্মচারীরা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলে তারাও ছাত্রদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। মুহূর্তের মধ্যেই সংঘর্ষ বড় আকার ধারণ করে। এ সময় নিউমার্কেট-মিরপুর সড়ক বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, গ্যাস গ্রেনেড, শটগানের গুলি ও কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। একজন পথচারী জানান, ঢাকা কলেজের ছাত্র ও দোকানিদের সংঘর্ষের সময় ওই এলাকায় বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষে লিপ্ত উভয় গ্রুপ রাস্তায় চলাচলরত যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশে অবস্থান করা ও কেনাকাটা করতে আসা নারী-পুরুষ-শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূল রাস্তার মধ্যে সংঘর্ষ চলায় এলিফ্যান্ট রোড ও নীলক্ষেত মোড়ে শত শত যানবাহন আটকা পড়ে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অফিস ফেরত মানুষজন পড়েন বিপাকে। সংঘর্ষ শেষে দেখা যায় রাস্তায় শুধু ইট আর ইট। কোথাও কোথাও টায়ার জ্বলছিল। হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে দুই পথচারীসহ সাতজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন পথচারী ব্যবসায়ী নুরুল ইসলাম, এনজিও কর্মী হামিদা বেগম, ঢাকা কলেজের ছাত্র শান্ত, ইমরান হোসেন, পাপন, ফুটপাথের দোকানি রনি ও কর্মচারী আলমগীর হোসেন। এদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র শান্তর অবস্থা গুরুতর। পুলিশের ধানমণ্ডি জোনের এসি রুহুল আমিন সাগর জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর