শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মহাসড়ক থেকে বিলবোর্ড খোলার নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মহাসড়ক থেকে বিলবোর্ড খোলার নির্দেশ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিভিন্ন মহাসড়কে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে যেসব বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে সেগুলো আগামী ১০ দিনের মধ্যে সরিয়ে নিতে হবে। দলীয় মন্ত্রী-এমপিদের নামে ব্যবহূত এসব অপ্রয়োজনীয় বিলবোর্ড মানুষের চলাচলের পথে দৃষ্টি বিভ্রম করে এবং দুর্ঘটনারও সৃষ্টি করে। ১০ দিনের মধ্যে এসব বিলবোর্ড সরিয়ে না নেওয়া হলে এসব বিলবোর্ড সরানোর ব্যবস্থা করব।’ তিনি আরও বলেছেন, পৌর নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না। জনগণ যাকে চাইবে তাকেই নির্বাচিত করবে। পৌর নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। গতকাল সকালে নারায়ণগঞ্জ শহরের সৈয়দপুর ও বন্দরের মদনগঞ্জ পয়েন্ট ১ হাজার ২৯০ মিটার দৈর্ঘ্য তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ভিত্তি প্রস্তরের স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। গত ১৪ ফেব্রুয়ারি তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর