শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাড়ছে নির্বাচনী উত্তেজনা

দুই প্রার্থী গ্রেফতার, জেলায় জেলায় সংঘর্ষ-জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বাড়ছে নির্বাচনী উত্তেজনা

নাটোরে গতকাল ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক —বাংলাদেশ প্রতিদিন

সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে নির্বাচনী উত্তাপ। দেশের বিভিন্ন স্থানে হয়েছে সংঘর্ষ। ময়মনসিংহে নির্বাচন সংক্রান্ত হামলায় এক কাউন্সিলর প্রার্থীর মায়ের মৃত্যু হয়েছে। গ্রেফতার হয়েছেন অপর কাউন্সিলর প্রার্থী। যশোরে গ্রেফতার হয়েছেন এক মেয়র পদপ্রার্থী। এ ছাড়া নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। জেলায় জেলায় প্রার্থীদের শোকজ ও জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, জেলার গফরগাঁওয়ে বুধবার রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলামের মা রাবেয়া খাতুনকে (৬৫) লাথি মেরে হত্যার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টতার অভিযোগে বৃহস্পতিবার রাতে একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আনিসুর রহমানের ভাতিজা ইকবাল হাসান (১৫) ও ভাগ্নে সোহাগ (১৯) সন্দেহভাজন হিসেবে আটক হন।  গতকাল হত্যা মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলাম অভিযোগ করেন, বুধবার বিজয় দিবস উপলক্ষে মিছিল করার জন্য কর্মী সমর্থকদের নিয়ে আমার নিজ বাড়িতে জড়ো হয়েছিলাম। হঠাত্ করেই অপর প্রার্থী আনিসুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাড়িতে দা ও লাঠি নিয়ে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এ সময় আমার পরিবারের লোকজনকে আনিসুর রহমান ও তার সন্ত্রাসীরা মারধর করে। একপর্যায়ে আমার মাকে লাথি মারায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। যশোর প্রতিনিধি জানিয়েছেন, নাশকতার মামলায় যশোরের চৌগাছা পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী পৌর জামায়াতের সেক্রেটারি কামাল আহমেদকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। ওই মামলায় বৃহস্পতিবার আত্মসর্মপণ করে জামিনের আবেদন করলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কুমিল্লা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর কর্মী রবিউলকে ধরে নিয়ে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে। লাঠিপেটার পর তাকে গুলি করলে তিনি লাফিয়ে ডোবায় পড়ে নিজেকে রক্ষা করেন। লাকসামের শিউরাইন এলাকায় এ ঘটনা ঘটে। বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী হিরু মিয়ার দাবি-এর আগে তার ছেলেকে মারধর ও পোস্টার ছিঁড়ে ফেলেছে প্রতিপক্ষ ওমর আলীর কর্মীরা। মেহেরপুর প্রতিনিধি জানান, গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম তার মহিলা কর্মীদের লাঞ্ছিতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। এদিকে আশরাফুল ইসলামের সাংবাদিক  সম্মেলনের পরপরই আওয়ামী লীগ প্রার্থী মেয়র আহমেদ আলী শহরের একটি মিছিল বের করে। মিছিল থেকে কিছু নেতা-কর্মীরা আশরাফুল ইসলামের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। অন্যদিকে, গাংনীর পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আহমেদ আলী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ঝর্ণা খাতুনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে আহমেদ আলীকে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সতর্ক করে ২০০ টাকা ও ঝর্ণা খাতুনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি জানান, কচুয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হুমায়ুন কবির প্রধানের ভাই মো. শাহজাহান প্রধানকে (৪৫) ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে অর্থদণ্ড পরিশোধ করে শাহজাহানকে থানা থেকে ছাড়িয়ে নেন তার ভাই হুমায়ুন। চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থক সাফায়েত হোসেনকে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তিনি মাইকে বিএনপি সমর্থিত প্রার্থী মীর মহিউদ্দিনের বিরুদ্ধে আপত্তিকর প্রচারণা চালাচ্ছিল। রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, তানোর পৌরসভায় বাড়ি-ঘরসহ বিভিন্ন স্থাপনার দেয়ালে পোস্টার সাটানোর অভিযোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইমরুল হক, বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ সরকারসহ ১৯ কাউন্সিলর পদ প্রার্থীকে শোকজ করেছে উপজেলা নির্বাচন অফিস। বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা পৌরসভায় আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মো. শাহাদাত হোসেন আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজকে বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিস দিয়েছেন রিটার্নিং অফিসার। লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলার রামগতি পৌর এলাকায় গতকাল দুপুরে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের বাধার মুখে ফিরে এসেছেন জাতীয় পার্টির জেলা সভাপতি ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু নোমান। তবে এমপি বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, প্রচারণা নয় ব্যক্তিগত কাজে ওই এলাকায় গেলে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে বাধা দেন ও সফর সঙ্গীদের নাজেহাল করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর