শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গণতন্ত্রের জন্য নতুন যুদ্ধ করতে হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রের জন্য নতুন যুদ্ধ করতে হচ্ছে

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, ১৯৭১ সালে আমরা হাতের মুঠোয় জীবন নিয়ে যুদ্ধ করেছিলাম পাকিস্তানি শোষকদের হাত থেকে রক্ষা পেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সেই যুদ্ধে আমরা স্বাধীনতাও অর্জন করেছি। কিন্তু গণতন্ত্রের জন্য নতুন করে আবারও আমাদের যুদ্ধ করতে হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মেজর হাফিজউদ্দিন আরও বলেন, মানুষের অধিকারসহ আইনের শাসন আজও প্রতিষ্ঠা হয়নি। দেশের ১৬ কোটি মানুষ আজ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান লে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, যুবদল সভাপতি আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন দলের সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর