বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘জ্বালানির দাম কমালে বিনিয়োগ বাড়বে’

ভিন্নমত প্রধানমন্ত্রীর উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমালে দেশে বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। তবে এ মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। রাজধানীর বিয়াম মিলনায়তনে গতকাল দেশের অর্থনৈতিক  পরিস্থিতি নিয়ে বিনিয়োগ বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানির দাম নিয়ে এ ধরনের পর্যালোচনা উঠে আসে। স্টেট অব দি ইকনোমি শীর্ষক অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিরূপাক্ষ পাল বলেন, বর্তমানে দেশে মূল্যস্ফীতির হার ৬ শতাংশ। পেট্রলের দাম কমালে মূল্যস্ফীতি আরও কমবে। তখন আমানতের সুদের হার কমে আসবে। এতে ঋণের সুদহার কমবে। এভাবে ব্যাংকিংব্যবস্থার মূল পাটাতনকে নিচে নামিয়ে আনতে পারলেই সুদের হার কমে যাবে। তখন দেশে বিনিয়োগ বাড়বে। তিনি বলেন, ব্যাংকগুলো আমানত ও ঋণের সুদের হারের ব্যবধান কমিয়েও ব্যবসায় লাভবান হতে পারে। সে জন্য তাদের ব্যয় হ্রাস ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। তবে তৌফিক-ই-ইলাহী বলেন, জ্বালানি তেলের দাম কমালে বিনিয়োগ বাড়বে বলে আমি মনে করি না। বিরূপাক্ষ পাল বললেও এ ব্যাপারে তিনি কোনো তথ্য-প্রমাণ দিতে পারেননি। এমনকি মূল্যস্ফীতিতে কী প্রভাব পড়বে তা-ও জানি না। বাংলাদেশে জ্বালানি তেলের দামকে ‘স্টেবল প্রাইস’ আখ্যায়িত করে জ্বালানি উপদেষ্টা বলেন, এতদিন বিপিসি ২৪ হাজার কোটি টাকা লোকসান দিয়েছে। সরকার সেটি দিয়েছে বাজার স্থিতিশীল রাখতে। তিনি বলেন, জ্বালানির দাম কমলে বাস-ট্রাকের ভাড়া কমবে, এটা জোর করে বলা যায় না। সরকার কমাতে বাধ্য করলে হয়তো কমবে। কিন্তু যখন বাড়াব (জ্বালানি তেলের দাম), তখন তো তারা (বাস-ট্রাক মালিক) ১ টাকা বাড়ালে ভাড়া বাড়ান ১০ টাকা। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান জানতে চান ভারতে জ্বালানি তেলের দাম কমানোর ফলে প্লেন, জাহাজ, ট্রেন, বাস বা অন্যান্য যানবাহনের ভাড়া কত কমেছে। পণ্যমূল্য কমেছে কিনা। বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমালে কোন কোন খাতে এর প্রভাব পড়বে। জবাবে বিরূপাক্ষ পাল বলেন, এটা খুব স্পর্শকাতর বিষয়। প্লেন ভাড়া বা জাহাজ ভাড়া এত মাইক্রো লেভেলে গেলে হবে না। তবে বাস বা ট্রাক ভাড়া বিষয়ে সরকারকে হস্তক্ষেপ করতে হতে পারে।

সর্বশেষ খবর