বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অবশেষে সেই নারী কূটনীতিককে প্রত্যাহার করল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

অবশেষে সেই নারী কূটনীতিককে প্রত্যাহার করল পাকিস্তান

জঙ্গি অর্থায়নের অভিযোগে অভিযুক্ত নারী কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল দুপুরে ফারিনা আরশাদ ঢাকা ছেড়েছেন। গত সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাকিস্তানকে অনানুষ্ঠানিকভাবে ওই নারী কূটনীতিককে প্রত্যাহার করে নেওয়ার জন্য বলা হয়েছিল। এর দুদিনের মাথায় ঢাকা ছাড়লেন ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (রাজনৈতিক) হিসেবে দায়িত্ব পালন করা ফারিনা আরশাদ। তিনি জঙ্গি সংগঠন জেএমবির সদস্য ইদ্রিস শেখকে সহায়তা ও অর্থায়ন করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদকে প্রত্যাহার করে নেওয়ার তথ্য পাকিস্তান হাইকমিশন থেকে মন্ত্রণালয়ে নিশ্চিত করা হয়েছে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক  বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বেলা ১টা ৩৫ মিনিটে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফারিনা ঢাকা ছাড়েন। এর আগে গত জানুয়ারিতে আরেক হাইকমিশন কর্মকর্তা মাযহার খানকে প্রত্যাহারে বাধ্য হয়েছিল পাকিস্তান। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে চার জঙ্গি গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নড়েচড়ে বসে সরকারের ঊর্ধ্বতন মহল। এরই মধ্যে ফারিনা আরশাদের ভয়ঙ্কর কর্মকাণ্ডসহ নানা বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইদ্রীস শেখ ও মো. মকবুল শরীফ। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য, সন্দেহভাজন দেশি-বিদেশি নাগরিকের সঙ্গে দেশবিরোধী কথোপকথনের রেকর্ডসহ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রমাণাদি সংযুক্ত করে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদ সম্পর্কিত একটি প্রতিবেদন এরই মধ্যে সরকারের উচ্চপর্যায়ে জমা দিয়েছিল একটি সংস্থা। পাকিস্তান হাইকমিশনের এই কর্মকর্তার শিষ্টাচার-বহির্ভূত কার্যক্রমের জন্য তাকে বাংলাদেশ থেকে বহিষ্কার ও পাকিস্তান থেকে বাংলাদেশের আসা ব্যক্তিদের ওপর কড়া নজরদারির সুপারিশ করা হয়েছিল। সরকারি সূত্রগুলো বলছে, সরকারবিরোধী ভয়ঙ্কর জঙ্গি তত্পরতাই শুধু নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ মুদ্রাবাজার ধ্বংসের ষড়যন্ত্র করছিলেন এই সুন্দরী ললনা।

সর্বশেষ খবর