বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সেনা ছাড়া ভোট সুষ্ঠু হবে না

নিজস্ব প্রতিবেদক

সেনা ছাড়া ভোট সুষ্ঠু হবে না

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সুষ্ঠু পৌর নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। কারণ সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এ আলোচনা সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শিরীন সুলতানার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরী আরা সাফা। মেজর হাফিজ বলেন, দেশে গণতন্ত্রের যে দুর্দশা চলছে এমন দুর্দশা আগে কোনোদিন ছিল না। এমন স্বৈরশাসনও দেখিনি। আওয়ামী লীগের কাছে সুশাসন আশা করা ঠিক নয়। কারণ তারা গণতন্ত্রকে বারবার নির্বাসনে পাঠায়। তিনি বলেন, সাধারণ মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ’৭১-এ মেজর জিয়ার কালুরঘাটের ঘোষণা বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছিল উল্লেখ করে বলেন, আজ জিয়াউর রহমানের উপরই তারা ক্ষুব্ধ। আগামী  পৌর ও জাতীয় নির্বাচনে ধানের শীষের বিপুল জোয়ার হবে। আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয়েই দেশের ৮০ ভাগ মানুষ ধানের শীষে ভোট দেবে বলে মন্তব্য করেন তিনি। যারা আজ মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক সেজেছে তারা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি বলে দাবি করেন সাবেক এই সেনা কর্মকর্তা। বিনা ভোটে নির্বাচিত হয়ে এ সরকার গণতন্ত্র শেখাচ্ছে বলে মন্তব্য করেন    তিনি। মেজর হাফিজ বলেন, ভোট একদিন ছিল উত্সবের ব্যাপার, কিন্তু আজ ভোটের কথা শুনলেই মানুষের গা শিউরে ওঠে। 

সর্বশেষ খবর