সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজ প্রচারণা শেষ, ঘুম হারাম প্রার্থীদের

নিজস্ব প্রতিবেদক

আজ প্রচারণা শেষ, ঘুম হারাম প্রার্থীদের

পৌর নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ সোমবার মধ্যরাতে। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ উপলক্ষে ৩২ ঘণ্টা আগে বন্ধ হয়ে যাবে প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে ঘুম নেই প্রার্থীদের। দলীয় কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সমর্থকরা পর্যন্ত ছুটছেন বাড়ি বাড়ি। কিছু স্থানে ভোটারদের পাহারাও দেওয়া হচ্ছে। ধামরাই প্রতিনিধি জানান, ধামরাই পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কা নিয়ে গোলাম কবির আর ধানের শীষ নিয়ে বিএনপি থেকে দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু ভোটযুদ্ধ করছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটের মাঠ ততই গরম হয়ে উঠছে। প্রার্থীরা নাওয়া-খাওয়া ও বিশ্রাম বাদ দিয়ে ছুটছেন ভোটারদের কাছে। নিজ নিজ প্রার্থী বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে ও নিয়মিত পথসভা করছেন আওয়ামী লীগের সাবেক এমপি বেনজীর আহম্মদ ও বিএনপির সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান খান। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শেষ মুহূর্তের ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে পাড়া-মহল্লায় গণসংযোগ, পথসভার মাধ্যমে চলছে প্রচার-প্রচারণা।  পৌষের কনকনে শীত উপেক্ষা করে মেয়র প্রার্থীরা দিন-রাত ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থীরাও। ভোটাররা বলছেন, প্রার্থীরা যত প্রতিশ্রুতিই দিক না কেন, এবার দলীয় প্রতীক  দেখে নয়, সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল্লাহ শহিদের নির্বাচনী গণসংযোগ শেষে শনিবার রাত সাড়ে ৭টায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় পথসভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। তিনি বলেন, এ সরকার ভোট ডাকাতিতে অভ্যস্ত। তাদের ভোট ডাকাতির কোনো সুযোগ এই নির্বাচনে দেওয়া হবে না। কোনো ষড়যন্ত্র হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দলীয় নেতা-কর্মীদের গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি ঐক্যবদ্ধভাবে দলীয় নেতা-কর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে নিজ নিজ এলাকায় কাজ করার আহ্বান জানান। মেহেরপুর প্রতিনিধি জানান, গাংনী পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আহমেদ আলীর পক্ষে গণসংযোগে অংশ নিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহসম্পাদক এম এ এস ইমন। তিনি শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, নৌকা হেরে  গেলে হেরে যাবেন শেখ হাসিনা। তাই শেখ হাসিনাকে  জেতাতে হলে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বরিশাল থেকে নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল বিকালে বরিশাল নগরীর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মনিটরিং সেলের আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, দক্ষিণাঞ্চলের ১৭ পৌরসভায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। সবগুলো পৌর এলাকায় বিএনপির লোকজনকে প্রশাসন হয়রানি করছে। তাদের বাড়িছাড়া করছে। আওয়ামী লীগের লোকজন বিএনপির প্রার্থীদের প্রচারণায় নামতে দিচ্ছে না। সবগুলো পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে বিজয়ী করার জন্য সব রকমের আয়োজন সম্পন্ন করেছে ক্ষমতাসীন দল। এ অবস্থায় ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে ভোটারাধিকার নিশ্চিত করার জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান বেগম সেলিমা রহমান। সংবাদ সম্মেলনে মনিটরিং সেলের সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে, কয়েক দিন ধরে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইন মৌলভীবাজারের চারটি পৌরসভায় স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। এ সময় জাকির হোসাইন বলেন, দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত আছে, সেই ধারার প্রতীক নৌকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে সেই উন্নয়নের ধারা ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, আগামী ৩০ ডিসেম্বর কুলাউড়ার পৌরসভায় নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে ছাত্রলীগের নেতা-কর্মীদের একযোগে কাজ করতে হবে। শুধু কুলাউড়া পৌরসভা নয়, মৌলভীবাজারের বড়লেখা, মৌলভীবাজার সদর ও কমলগঞ্জ পৌরসভায়ও প্রচারণায় অংশ নেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইন। হবিগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির পৌর নির্বাচন পরিচালনা কমিটির সিলেট বিভাগীয় আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী হবিগঞ্জ প্রেসক্লাবে বলেছেন, যত নির্যাতন নিপীড়ন করা হোক না কেন বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে। তবে মাটি কামড়ে নয়, গণতন্ত্র কামড়ে থাকবে। অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যেও দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি পৌর নির্বাচনে অংশ নিয়েছে। পরে  বিএনপি নেতা-কর্মীদের নিয়ে তিনি বিএনপি প্রার্থী জি কে গউছের পক্ষে গণসংযোগ করেন। এ ছাড়া গতকাল গউছের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন যুবদল কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল ভোরে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. মোকাদ্দেস আলীর ধানের শীষের পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার সহধর্মিণী সাবেক এমপি রুমানা শহরের হোসেনপুর ও ধানবান্ধি মহল্লায় ব্যাপক গণসংযোগ করেছেন। অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আবদুর রউফ মুক্তা সিরাজী শহরের ভাঙ্গাভাড়ী মহল্লায় পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেছেন। শেষ মুহূর্তে করমর্দন ও কোলাকুলি করে ভোটের পাশাপাশি দোয়া কামনা করেছেন। নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম জানিয়েছেন, চট্টগ্রামের ১০ পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচিত করতে কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতারা বেশ কিছুদিন ধরেই পৌরসভার বিভিন্ন স্থানে চষে বেড়াচ্ছেন। ইতিমধ্যে রাউজানে আওয়ামী লীগের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী রানা দলীয় প্রার্থী দেবাশীষ পালিতের পক্ষে সমর্থন দিয়েছেন। এতে সমঝোতা করেছেন স্থানীয় এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। গতকালও রাউজানের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী দেবাশীষ পালিতের পক্ষে সত্তারঘাট এলাকা, বড়ুয়াপাড়া, মিয়ারঘাটা, পশ্চিম গহিরাসহ বিভিন্ন স্থানে প্রচারণায় নামেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন। একইভাবে সন্দ্বীপ, সীতাকুণ্ড, সাতকানিয়া, পটিয়াসহ বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় নামেন চট্টগ্রাম বিভাগীয় মনিটরিং সেলের সদস্য সচিব গোলাম আকবর খোন্দকারসহ শীর্ষ নেতারা। এ সময় কেন্দ্রীয় নেতা মীর নাছির উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম ও বেলাল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুক ও বিজ্ঞাপনে বিএনপির প্রচারণা : নির্বাচনী প্রচারণায় মাঠে না নামলেও দলীয় প্রার্থীর পক্ষে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খালেদা জিয়ার একটি ভিডিও বার্তা আপলোড করা হয়েছে। সেখানে লিখিত বক্তব্যে বেগম জিয়া ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘প্রিয় পৌরবাসী, আসসালামু আলাইকুম। আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন সবাই ভোটকেন্দ্রে যাবেন। আপনার ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। আল্লাহ আমাদের সহায় হোন।’ দলীয় প্রতীক ধানের শীষে ভোট চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত বিজ্ঞাপন আসছে। এতে ধানের শীষ ও বেগম জিয়ার বিশাল একটি ছবি দেওয়া হয়েছে। একইভাবে টেলিভিশনগুলোতেও ভোট চাওয়া সংক্রান্ত খালেদা জিয়ার ‘ভয়েস রেকর্ড’ প্রচার করা হবে। বিএনপির কেন্দ্রীয় মনিটর সেলের পক্ষ থেকে ধানের শীষে ভোট চেয়ে একটি অডিও গানের সিডি তৃণমূলে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা দলীয় লিফলেট বিতরণের পাশাপাশি ওই সিডিও প্রচার করছেন। সিডিতে বাদশা বুলবুল ও কবির বকুলসহ তিনজনের গান পরিবেশনা রয়েছে। এদিকে শনিবার রাতে পৌরসভা নির্বাচন নিয়ে দলের মনিটরিং সেলের কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসন। সেখানে দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীদের খোঁজখবর নেন বেগম জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সহপ্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

ভোট নিয়ে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন আজ : পৌর নির্বাচনের সামগ্রিক চিত্র নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকাল ৪টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন। পৌর ভোট নিয়ে নানা শঙ্কা তুলে ধরার পাশাপাশি ভোটের ফলাফল পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিতে পারেন বিএনপি প্রধান। চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সর্বশেষ খবর