সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সরকারি অফিসে সোলার প্যানেল

নিজস্ব প্রতিবেদক

সরকারি অফিসে সোলার প্যানেল

আগামী দুই বছরের মধ্যে দেশের সব সরকারি অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ জন্য ইডকল, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে কার্যকরী পরিষদ গঠনের জন্য তিনি গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে নির্দেশ দেন। মোশাররফ হোসেন বলেন, আমাদের গ্যাসের মজুদ শেষ হয়ে যাচ্ছে। এ কারণে সরকার সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি একই সঙ্গে সন্দ্বীপে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনার কথাও জানান। গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘ছাদে সোলার প্যানেল স্থাপনের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান। মন্ত্রী আরও বলেন, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট, ওয়েস্ট-টু-এনার্জি ইত্যাদি প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে না পারলে বুড়িগঙ্গা বাঁচবে না, ঢাকাও বাঁচবে না। এ সময় গণপূর্তমন্ত্রী সে ডার জন্য পূর্বাচলে জমি বরাদ্দের আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সরকারি ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপন, রেইন ওয়াটার হারভেস্টিংয়ের সুবিধা থাকতে হবে। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ারুল ইসলাম জানান, ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে তিন হাজার ১৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করে বিদ্যুৎ উৎপাদনে মহাপরিকল্পনা হালনাগাদ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও স্রেডার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি।

সর্বশেষ খবর