সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অভিযোগ আমলে নিচ্ছে না ইসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অভিযোগ আমলে নিচ্ছে না ইসি

বিএনপি চেযারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা ও জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামকে বেগবান করতে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু সরকারদলীয় ক্যাডার ও প্রশাসনিক হয়রানির কারণে চট্টগ্রামে বিএনপির প্রার্থী-সমর্থকরা নির্বাচনী প্রচারণা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারছে না। আচরণবিধি ভাঙলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই ভোটারদের কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচনে বিএনপির জেলা মনিটরিং সেল’র আহ্বায়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিন এ দাবি জানান। তিনি বলেন, সরকারদলীয় প্রার্থী-সমর্থকরা হামলা ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। একাধিক ঘটনায় কমিশনকে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে মীর নাছির বলেন, ২০০৮ সালে সাংবিধানিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচনে গিয়েছিল বিএনপি। কিন্তু ৫ জানুয়ারির তথাকথিত নির্বাচনের পর দেশে আবারও সাংবিধানিক সংকট দেখা দিয়েছে। জনপ্রতিনিধির সংকট তৈরি হয়েছে। তাই জাতীয় নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর