সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অধিনায়কত্ব ছাড়ছেন মামুনুল

রাশেদুর রহমান, কেরালা থেকে

অধিনায়কত্ব ছাড়ছেন মামুনুল

সুইমিংপুল ছেড়ে রুমে যাওয়ার পথে মামুনুলের সঙ্গে দেখা। তার মুখের দিকে তাকানো দায়! তারপরও কথা বলতে অগ্রসর হতেই বলে উঠলেন, আমি খুবই লজ্জিত। জানালেন, কথা বলার কোনো ইচ্ছে নেই। কারও সঙ্গেই নাকি কথা বলবেন না। মামুনুলের এমন সিদ্ধান্তে অবাক হতেই হলো। বরাবরই হাসিমুখের মামুনুলের এ কেমন রূপ! তখনো জানা ছিল না তিনি মনে মনে কঠিন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। তারপর বিভ্রান্ত তাজ হোটেলকক্ষে একান্তে কথা বলতে গেলে অনেকটা বাধ্য হয়েই মুখ খোলেন মামুনুল। ইঙ্গিত দেন জাতীয় দলটাই হয়তো ছেড়ে দিতে পারেন। হোটেলের কক্ষেই বাংলাদেশ ফুটবলের ভূত-ভবিষ্যৎ নিয়ে বললেন আরও অনেক কথা। লজ্জিত, বিক্ষুব্ধ, ব্যথিত মামুনুল সময় কিছুটা গড়াতেই নিজ থেকেই জানিয়ে গেলেন, ভুটান ম্যাচটাই তার অধিনায়কত্ব ক্যারিয়ারের সমাপ্তি বিন্দু হতে যাচ্ছে। ‘আমার কথা-কাজে মিল নেই। কথা দিয়ে না রাখতে পারলে এর চেয়ে লজ্জার আর কী আছে। আমি রক্তমাংসের মানুষ। এ লজ্জা মেনে নিতে পারছি না। এ কারণেই ব্যর্থতার দায়ভার নিয়ে আমি অধিনায়কের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ বিভান্ত তাজ হোটেলের লবিতে তখন আলো-আঁধারি। মামুনুলের পেছনে ছোট্ট একটা ফোয়ারা। হোটেলের সেন্ট্রাল মিউজিকবক্সে বাজছিল করুণ সুর। সবমিলিয়ে অধিনায়ক মামুনুলের আকস্মিক বিদায়ের ঘোষণাটা পরিবেশকেও কেমন যেন শোকাতুর করে গেল! কী হচ্ছিল দলটার মধ্যে! হোটেলকক্ষে মামুনুল বলছিলেন, ‘আমরা মাঠে নিজেদের যোগ্যতার কোনো প্রতিফলনই ঘটাতে পারছিলাম না। কোথায় যেন একটা ব্লক রয়ে গেছে। আমাদের চিন্তায় নানান সমস্যা রয়েছে।’ আরও একটা কথা অস্পষ্ট করে জানালেন মামুনুল। কোচ লোপেজ যে ডিফেন্সিভ মানসিকতা শিখিয়েছে বাংলাদেশকে তা থেকে এখনো বের হতে পারেনি দলটা। এই ডিফেন্সিভ মানসিকতা দূর করতে হলে নতুন করেই শুরু করতে হবে। মামুনুল তো সরাসরিই বললেন, এ দলটার মধ্যে অনেক কিছুতেই পরিবর্তন আনতে হবে। এমনকি এটাও বললেন, প্রয়োজন হলে আমাকেও জাতীয় দলে থেকে বাদ দিতে হবে। তিনি বলেন, ‘টপ প্লেয়ার বলে কিছু থাকতে পারে না। পারফর্ম করেই কেবল দলে টিকে থাকতে হবে। পারফর্ম করতে ব্যর্থ হলে দলের বাইরে চলে যেতে হবে। এটা যেমন একজন ফুটবলারকে বুঝতে হবে তেমনি অন্যদেরও।’ তাহলে কী দলের মধ্যে সমন্বয়টা ঠিকভাবে হচ্ছে না! সম্ভবত একে-অপরের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে! মামুনুল সবকিছু মিলিয়েই দায়ভার নিচ্ছেন।

সর্বশেষ খবর