মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বছরের প্রভাবশালী বিশ্ব ব্যক্তিত্ব

বছরের প্রভাবশালী বিশ্ব ব্যক্তিত্ব

এ বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। শরণার্থী সংকট ও গ্রিসের ঋণ সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা তাকেই এ খেতাবের জন্য বেছে নিয়েছেন। বছরের প্রভাবশালী ব্যক্তিত্ব বেছে নিতে ভোটাভুটির আয়োজন করে এএফপি। বার্তা সংস্থাটির সব সেবা ও ভাষার সম্পাদকীয় কর্মীরা এতে অংশ নেন। ভোটাভুটিতে অংশ নেওয়া বেশির ভাগ কর্মী এ বছর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে অ্যাঙ্গেলা মেরকেলকে পছন্দ করেছেন। তাদের বাছাইয়ে এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন রাশিয়ার  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছর অবশ্য তিনিই সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। এবার এই তালিকার তৃতীয় স্থানে আছেন পোপ ফ্রান্সিস। তালিকায় থাকা অন্যদের মধ্যে আছেন জঙ্গি সংগঠন আইএসের নেতা আবু বকর আল-বাগদাদি, মিয়ানমারের নেত্রী অং সান সু চি, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন-প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। আরও রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ফিফার বহিষ্কৃত ব্লাটার প্রমুখ। এর আগে অ্যাঙ্গেলা মেরকেল এবার টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন। এক ভিন্ন মতাবলম্বী যাজকের সন্তান অ্যাঙ্গেলা মেরকেল। বর্তমানে ৬১ বছর বয়সী মেরকেল গত ১০ বছর ধরে ক্ষমতায় আছেন। এই মুহূর্তে তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন নারীও। তার পড়াশোনা পদার্থবিজ্ঞানে, তবে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন কোয়ান্টাম রসায়নে। এএফপি।

সর্বশেষ খবর