মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশ সংসদ ও ব্রিটিশ পার্লামেন্ট মিল আছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সংসদ ও ব্রিটিশ পার্লামেন্ট মিল আছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রেজওয়ানা সিদ্দিক টিউলিপ বাংলাদেশে সংসদীয় কমিটির মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার ও বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশের সংসদের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের অনেক মিল রয়েছে বলেও উল্লেখ করেন। টিউলিপ বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া বাংলাদেশের সংসদীয় কার্যক্রমের প্রশংসা করেন। সংসদ ভবনে গতকাল স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এর আগে সংসদ ভবনে তাকে স্বাগত জানিয়ে শিরীন শারমিন চৌধুরী ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আপনার এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। পরে টিউলিপ সিদ্দিককে সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখানো হয়। এ সময় টিউলিপ সিদ্দিকের স্বামী ক্রিস পার্সি তার সঙ্গে ছিলেন। স্পিকার জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে বলেন, বাংলাদেশের সংসদীয় কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিতে সংসদ সদস্যদের সভাপতি নির্বাচনের ফলে সংসদ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর