বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

থার্টিফার্স্টে হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে অবস্থানরতদের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় ইংরেজি নববর্ষ বরণের অনুষ্ঠানে হামলা হতে পারে বলে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে ‘জঙ্গি হামলা’ এবং তত্পরতার খবর মেলার মধ্যে নতুন বছর শুরুর দুই দিন আগে পশ্চিমা দেশটির এই সতর্কবার্তা এলো।

গতকাল ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এই সতর্কবার্তা দেওয়ার পর নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাজ্যও। যুক্তরাষ্ট্র এর আগেও বিভিন্ন সময় তার দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছিল। কিন্তু বাংলাদেশ সরকার সেই ধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে আসছিল। গত সেপ্টেম্বরে ঢাকায় ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের আগেও এ ধরনের একটি সতর্কবার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র দূতাবাস। মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করেছে বলে খবর এলেও তার সত্যতা মেলেনি বলে বাংলাদেশ সরকারের দাবি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট দাবি করলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তখন বলেছিলেন, আশঙ্কার বিষয়ে সুস্পষ্ট তথ্য দিতে পারেনি যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বে বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি ‘সবচেয়ে কম’ বলে কয়েক দিন আগেই দাবি করেন মন্ত্রী। এরই মধ্যে পশ্চিমাদের এই সতর্কবার্তা এলো। বাংলাদেশে নতুন বছরের অনুষ্ঠান রাজধানীতে মূলত অভিজাত হোটেল ও ক্লাবগুলোতে হয়ে থাকে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও তরুণ-তরুণীরা বর্ষবরণের আনন্দে মাতেন। হোটেল ও ক্লাবগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর