বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভোট শতভাগ সুষ্ঠু হয়েছে

—আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

পৌরসভা নির্বাচন শতভাগ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উত্সবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। ধানমন্ডিতে গতকাল বিকালে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ৩ হাজার ৫৫৫টি কেন্দ্রের মধ্যে মাত্র ৬০টিতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যা অতীতের যে কোনো স্থানীয় সরকার নির্বাচনের তুলনায় কিছুই নয়। এ নির্বাচন শতভাগ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উত্সবমুখরভাবে হয়েছে। এ জন্য তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল এবং ভোটারদের আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান। মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচন, নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির মূল উদ্দেশ্য। তারা প্রথম থেকেই এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং এ নির্বাচনকে তারা ষড়যন্ত্র হিসেবে নিয়েছিল। ১৫৭টি পৌরসভায় সরকার সমর্থকরা প্রভাব বিস্তার করেছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগের জবাবে হানিফ বলেন, এসব পৌরসভায় নিশ্চিত পরাজয় জেনেই আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়কে বিতর্কিত করার জন্য তারা এমন অভিযোগ করছেন। তারা দিচ্ছেন বিভ্রান্তিকর তথ্য, যার কোনো ভিত্তিই নেই। তিনি বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে, বিএনপি যেসব জায়গায় পরাজিত হবে সেসব জায়গায় তাদের পোলিং এজেন্টদের সই না করার নির্দেশনা দিয়ে রেখেছে। শুধু তাই নয়, তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সাংবাদিকদের ওপর হামলা করেছেন। বিভিন্ন গণমাধ্যমে গত মঙ্গলবার রাত থেকে নির্বাচনের ব্যালট পেপারে সিল মারা, ছিনতাইয়ের সংবাদ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এসব সংবাদ তথ্যনির্ভর নয়, অতিরঞ্জিতভাবে সংবাদমাধ্যমে এসেছে। হানিফ বলেন, চট্টগ্রামের সাতকানিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্র থেকে আধা কিলোমিটার দূরে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। আমরা খোঁজ নিয়ে দেখেছি এ ঘটনা স্থানীয় সামাজিক সমস্যার কারণে ঘটেছে; যার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, ড. আবদুর রাজ্জাক, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ড. আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্ননাহার লাইলী, এ কে এম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, লিয়াকত শিকদার, মাহমুদ হাসান রিপন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর