বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিইসির সন্তোষ

নিজস্ব প্রতিবেদক

সিইসির সন্তোষ

দলীয় প্রতীকে প্রথমবারের মতো আয়োজিত পৌরসভা নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার ড. কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি বলেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকায় এবং বিশৃঙ্খলা ঘটায় সারা দেশে ২৩৪টি পৌরসভার মধ্যে একটি পৌরসভা ও ৫০টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমসহ সবার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সর্বোচ্চ চেষ্টা করেছে কমিশন। তবে এটা মূল্যায়ন করার দায়িত্ব জনগণ এবং গণমাধ্যমের। তিনি বলেন, কত শতাংশ ভোট পড়েছে এটা এখনই বলা যাবে না। ভোট গণনার কাজ চলছে। সব পৌরসভার ফলাফল পেতে শেষ রাত পর্যন্ত সময় লাগবে। তবে আমাদের কাছে যে তথ্য আছে তাতে মনে হচ্ছে অনেক পৌরসভায় ভোট প্রদানের হার অনেক বেশি। আবার কোনো কোনো পৌরসভায় ভোট প্রদানের হার কম। তিনি বলেন, বিএনপি এবং আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে বিভিন্ন অভিযোগ করেছে। আমরা সেগুলো আমলে নিয়েছি এবং তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দায়িত্বে অবহেলার কারণে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে তাত্ক্ষণিকভাবে বদলি এবং সাময়িক বরখাস্ত করা হয়েছে। যেসব ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে সেগুলোতে দ্রুত সময়ের মধ্যে পুনরায় ভোটগ্রহণ করা হবে। সবার সহযোগিতায় এত বড় একটা মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এরপরও কোনো প্রার্থী সন্তুষ্ট না হলে আপিল করতে পারেন। আপিলের রায়েও সন্তুষ্ট না হলে হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে।  তিনি বলেন, ভোটকেন্দ্রে গুলিবর্ষণ ও মারপিটের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। আশা করি ভবিষ্যতে এ ধরনের সংস্কৃতি বদলাবে। আমরা আশা করব সব সময় শান্তিপূর্ণ নির্বাচন হোক। স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ছিল না বলে বিএনপি যে অভিযোগ করেছে সে বিষয়ে সিইসি বলেন, এ ধরনের অভিযোগ সত্য নয়। এ সময় অন্য দুই কমিশনার আবু হাফিজ ও মো. শাহনেওয়াজ উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম নির্বাচন কমিশনে এসে ইসিকে ধন্যবাদ জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর