বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কারচুপির অভিযোগ এইচ টি ইমামেরও

কারচুপির অভিযোগ এইচ টি ইমামেরও

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম অভিযোগ করে বলেছেন, অন্তত ১৮টি পৌরসভায় ভোটকেন্দ্র দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিএনপির প্রার্থীরা সহিংসতা ও ত্রাস সৃষ্টি করেছেন। দলটি নির্বাচন কমিশনকে হেয় করা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালিয়েছে। ঠাকুরগাঁও সদরে বিএনপির প্রার্থী হচ্ছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপন ভাই। তিনি হেরে যাওয়ার সম্ভাবনা দেখে কয়েকটি কেন্দ্র দখল করে সিল মেরেছেন। এ ছাড়া কালিয়া পৌরসভা, পাথরঘাটা, দুর্গাপুর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, ভুয়াপুর, মিনরামপুর, চন্দনাইশ, নলিতাবাড়ী, বাঘারপাড়া, চাটমোহর, ভালুকা, সরিষাবাড়ী, মাধবদী, সীতাকুণ্ড, গাঙনী, মোহাম্মদপুর, নকলাসহ বিভিন্ন পৌরসভায় বিএনপির প্রার্থীরা ত্রাস সৃষ্টি করেছে। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন তিনি। পরে এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, বিএনপির নেতারা বলছেন— তাদের কথার মধ্যেই সংঘাত রয়েছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলা ও কেন্দ্র দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তারা মিথ্যা কথা বলতে বলতে এমন পর্যায়ে পৌঁছেছেন যা লজ্জাকর। বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি তারা। তাদের কথা আর পাগলের কথার মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা, তারা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত কথা-বার্তা বলছেন। তবে সব মিলিয়ে মোটামোটি সুন্দর, সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ সময় সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, ফরিদুন্নাহার লাইলী, পনিরুজ্জামান তরুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর