সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সাংবাদিকদের নিন্দা প্রতিবাদ

প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহের ভালুকায় দেশের জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ, জামালপুর ও কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকরা। ময়মনসিংহ : এমপি আমানউল্লাহর ক্যাডারদের হুমকিতে আবারও ভালুকায় বাংলাদেশ প্রতিদিন বিক্রিতে বাধা দেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষোভের অনলে পুড়ছে ময়মনসিংহের সাংবাদিক নেতা ও সর্বস্তরের সাংবাদিকরা। বাংলাদেশ প্রতিদিন ভালুকায় প্রবেশ করতে না দিলে তারা কঠোর আন্দোলনের ঘোষণাও দিয়েছেন। গতকাল দুপুরে এক বিবৃতিতে সাংবাদিক নেত?রা এমন ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। এক বিবৃতিতে প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান বলেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালাচ্ছেন এমপি আমানউল্লাহ। স্বাধীন সাংবাদিকতার ওপর এমন নগ্ন হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। পাঠকপ্রিয় এ দৈনিকটি ভালুকায় ঢুকতে না পারলে সাংবাদিকরা এর দাঁতভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ার করে দেন তিনি। এ ছাড়া বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব ময়মনসিংহের সভাপতি মো. আফছর উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মানবজমিনের স্টাফ রিপোর্টার মতিউল আলম, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায় ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসা, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট এম. আবদুল্লাহ আল মামুন খান, মানবকণ্ঠের সাংবাদিক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, আজকের ময়মনসিংহের সহকারী সম্পাদক উবায়দুল হক, কালের আলোর স্টাফ করেসপন্ডেন্ট মুকুল শাহরিয়ার, ফটো সাংবাদিক রাইসুল ইসলাম অনিক প্রমুখ। জামালপুর : জেলা প্রেসক্লাবের সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক ফজলে এলাহী মাকাম ছাড়াও আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সচেতন কণ্ঠ সম্পাদক বজলুর রহমান, দিনকাল প্রতিনিধি মুকুল রানা, আমার দেশ প্রতিনিধি অ্যাড. ইউসুফ আলী, সমকাল ও চ্যানেল ২৪ প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, নিউএজ প্রতিনিধি কামাল হোসেন, নিউজটুডে প্রতিনিধি এম সুলতান আলম, যমুনা টিভি প্রতিনিধি শোয়েব হোসেন, চ্যানেল নাইন ও যায়যায়দিন প্রতিনিধি শুভ্র মেহেদী, সকালের খবর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান কাজল, ঢাকা ট্রিবিউন প্রতিনিধি বিশ্বজিত্ দেব, প্রথম আলো প্রতিনিধি আবদুল আজিজ, দৈনিক জনতা প্রতিনিধি এস কে সোহেল, গাজী টিভি প্রতিনিধি আকবর আলী এ ঘটনাকে স্বাধীন মতপ্রকাশে বাধাদান বলে উল্লেখ করেন। কিশোরগঞ্জ : বাংলাদেশ প্রতিদিন ভালুকায় প্রবেশে বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কিশোরগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী শাহীন খান ও সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন ও সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবিব রেজা ও সাধারণ সম্পাদক এমদাদউল্লাহ। নেত্রকোনা : পাঠকপ্রিয় বাংলাদেশ প্রতিদিন ভালুকা উপজেলায় ঢুকতে না দেওয়ায় নেত্রকোনার সাংবাদিকসমাজ ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন। গতকাল নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, বর্তমান সম্পাদক এম মুখলেছুর রহমান খান, জেলা সাংবাদিক সমিতির সভাপতি হায়দার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমুশ শাহাদাত্ নাজু, মোহনগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক আবুল কাশেম আজাদ, অনলাইন অ্যাসোসিয়েশন্স মোহনগঞ্জ শাখার সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক মাসুদ রানা, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাদাত্ হোসেন কাজল, সদস্য নির্মলেন্দু সরকার বাবুল, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবদুল ওয়াহাব ও সম্পাদক সমরেন্দ্র বিশ্ব শর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মামুনুর রশীদ মামুন, সম্পাদক কামরুল কবীর ভূইয়া, সাবেক সম্পাদক লাইমুন হোসেন ভূইয়া, মদন প্রেসক্লাবের সভাপতি মোতাহার আলম চৌধুরী, সম্পাদক ইউসুফ আলী তালুকদার, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক আহমেদ রাজু, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীন, খালিয়াজুরী প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া, বারহাট্টা প্রেসক্লাবের সহ-সভাপতি আনিছুল আলম তালুকদার (শামীম) ও বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশনের জেলা শাখার সম্পাদক সোহান আহমেদ কাকনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এ ঘটনার ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর