সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

কর্মসূচি দিয়ে বিএনপির লাভ হবে না

নিজস্ব প্রতিবেদক

কর্মসূচি দিয়ে বিএনপির লাভ হবে না

২০১৬ সাল আরও ভালো যাবে এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, হঠাত্ করে ৫ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করে বিএনপির কোনো লাভ হবে না। দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। ২০১৫ সালেও ৯৩ দিন অবরোধ দিয়ে কিছুই হয়নি। ওই বছরই পদ্মা সেতুর মতো বৃহত্ প্রকল্প চালু করেছে সরকার, যা নিজস্ব অর্থায়নেই বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) একটি প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রণালয়ে দেখা করতে গেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। ব্যবসায়ীদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব। তিনি ব্যবসায়ীদের পক্ষে কাজ করবেন, এমনকি বাণিজ্য মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয় হলেও ব্যবসায়ীদের প্রয়োজনে কাজ করবেন বলে তাদের আশ্বাস দেন আওয়ামী লীগের এই নেতা। বৈঠকে ব্যবসায়ী নেতারা কোম্পানি আইন যুগোপযোগী করা, গ্যাস সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া ও ব্যাংক সুদের হার কমানোসহ ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, আগামী এক মাসের মধ্যে কোম্পানি আইন যুগোপযোগী করতে খসড়া তৈরি করা হবে। তিনি এ বিষয়ে ব্যবসায়ী নেতাদের সহায়তা চান। বৈঠকে ব্যবসায়ীদের মধ্যে এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, সহসভাপতি আক্তার মতিন চৌধুরী, সদস্যদের মধ্যে এসকেএফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন, পিকার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, আইসিই টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত জামিল, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটের জ্যেষ্ঠ অংশীদার নিহাদ কবির ও এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাঙ্কোয়েস ডি মেরিকোর্ট প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর