শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ধর্ম ত্যাগ করায় কুপিয়ে চিকিৎসক হত্যা!

জঙ্গি সংগঠন আইএসের ‘দায় স্বীকার’

ঝিনাইদহ প্রতিনিধি

ধর্ম ত্যাগ করায় ঝিনাইদহের বেলেখাল বাজারে বৃহস্পতিবার বিকালে ছমির উদ্দীন খাজা মণ্ডল (৮০) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রায় ৪০ বছর ধরে হোমিও চিকিত্সায় নিয়োজিত ছমির উদ্দীন ১৯৯৩ সালে খ্রিস্ট ধর্মে দীক্ষা লাভ করেন। এরপর পুনরায় তিনি ইসলাম ধর্মে ফিরে আসেন। নিহতের ফুফাতো ভাই আবদুল আজিজ মাস্টার জানিয়েছেন, প্রতিদিনের মতো ছমির বেলেখালের বাজারে আবদুল খালেক মার্কেটের চেম্বারে রোগী দেখছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। তিনি বলেন, খবর পেয়ে আমরা চেম্বারে গিয়ে দেখি ছমির টেবিলের ওপর পড়ে আছেন। তিনি জানান, তার ভাইয়ের কোনো শত্রু ছিল না। তবে ধর্ম ত্যাগ করে আবার ফিরে আসার কারণে হুমকি-ধমকি ছিল। নিহতের ছেলে মনিরুল ইসলাম জানান, তার বাবা খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়ে ধর্ম প্রচার করতেন। পরে তিনি ইসলাম ধর্মে ফিরে আসেন। সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ধর্ম ত্যাগ অথবা পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হোমিও চিকিৎসক ছমির মণ্ডলকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস।

সর্বশেষ খবর