বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সমাধানের খোঁজ নেই

তৃতীয় দিনের কর্মবিরতিতে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করলেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী অষ্টম জাতীয় বেতন কাঠামোতে ‘অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ এবং অন্যান্য অসঙ্গতি নিরসনে’ গত তিন দিন ধরে তারা এই লাগাতার কর্মসূচি পালন করছেন। এতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এত কিছুর পরও সমাধানের কোনো খোঁজ নেই।

এ প্রসঙ্গে গতকাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অর্থ মন্ত্রণালয় জড়িত থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে আমাদের সমস্যা সমাধান সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র পাঁচ মিনিটের আলোচনাই সমস্যা সমাধানে যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের দাবি মেনে নিলেই শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। প্রতিনিধিদের পাঠানো খবর— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : টানা কর্মবিরতিতে গত তিন দিন ধরে বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় : কর্মবিরতির কারণে জেনেটিকস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ইনফরমেশন সায়েন্স ও রসায়ন বিভাগের মাস্টার্স পরীক্ষাসহ আরও কয়েকটি বিভাগের পরীক্ষা বাঞ্চাল হয়ে গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় : বৈষম্যমূলক অষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রতিবাদ ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে শিক্ষকদের অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে সমর্থন দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল তৃতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা। ইসলামী বিশ্ববিদ্যালয় : অচল হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। টানা তিন দিনের কর্মবিরতিতে প্রায় ২০টি চূড়ান্ত পরীক্ষা বাতিল হয়েছে। শিক্ষকদের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও অলস সময় কাটাতে দেখা গেছে। চবি ও চুয়েট : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষকরা গতকালও পূর্ণ কর্মবিরতিতে ছিলেন। ময়মনসিংহ : অচল হয়ে পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। দুপুরে মৌন মিছিল করেছে বাকৃবি শিক্ষক সমিতি। ভেটেরিনারি অনুষদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শাহজালাল বিশ্ববিদ্যালয় : মিছিল-র‌্যালি ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস পরীক্ষা হয়নি। কুমিল্লা : স্থবির হয়ে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত রয়েছেন শিক্ষকরা। প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝিতে অষ্টম বেতন কাঠামো প্রস্তাবের পর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা নানা কর্মসূচিতে নিজেদের ‘মর্যাদাহানি ও সুবিধা কমে যাওয়ায়’ আপত্তি জানিয়ে আসছিলেন। এরই জের ধরে ২ জানুয়ারি লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর